আমাদের কথা খুঁজে নিন

   

ব্লাক হোলের মুখোশ

মন নামের ডাকবাক্সে বদ্ধতালা ঝুলিয়ে, একা পথে হেঁটে চলা মরুভূমির খোঁজে

আমাকে দশ গজ দূর থেকে পোষা বেজিটা বলেছিল- "ওখানে যেওনা, বিপদ আছে" আমি তবুও গিয়েছি ওখানে। এরপর নিজের খুন হওয়ার দৃশ্য উপভোগ করেছি । আমাকে চারশ গজ দূর থেকে পরিচিত একটা কাঁকতাড়ুয়া বলেছিল- "শুরু কর নতুন করে" আমি তার কথা রাখিনি, নিজের নামটা এখনো লেখা আছে পরিচিতের খাতায়। আমাকে কয়েকশ মেইল দূরের রাজ প্রাসাদের দারোয়ান বলেছিল- "অবিলম্বে বেফাস মুখের কথা ফিরিয়ে নিতে" আমি কথা অমান্য করেছি। এরপর কারাগারে বেশ সুখেই কাটিয়েছি যাবজ্জীবন। আমাকে কোটি কোটি আলোকবর্ষ দূর থেকে একটা তারা বলেছিল- "আলো জ্বেলোনা, নক্ষত্রের আগুনে পুড়ে যাবে সবকিছু" আমি এরপর আর কখনো আলো জ্বালিনি। শেষ জীবনটুকু একান্ত বাধ্যগত ব্লাক হোলের মুখোশ পড়ে কাটিয়ে দেব বলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.