আমাদের কথা খুঁজে নিন

   

ভিয়েতনামে আঘাত হেনেছে হাইয়ান

অনেকটা দু্র্বল হয়ে একটি ক্রান্তীয় ঝড়ে পরিণত হওয়া হাইয়ান সোমবার ভিয়েতনামের হা লং উপসাগরের তীরবর্তী পর্যটন অবকাশযাপন অঞ্চলগুলোতে আঘাত হানে। এ সময় ঝড়টির বাতাসের বেগ ছিল ঘণ্টায় ১শ’ ৫৭ কিমি (৯৮ মাইল/ঘন্টা)। ভিয়েতনামের ঝড়ের কবলে পড়তে যাওয়া স্থানগুলো থেকে আগেই ৬ লাখ মানুষকে সরিয়ে নেয়া হয়েছিল। তারপরও ঝড়ের তাণ্ডবে এসব এলাকায় অন্তত ছয় জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দিক পরিবর্তন করে ঝড়টি ভিয়েতনাম থেকে চীনের দিকে অগ্রসর হওয়ায় চীনের হাইনান দ্বীপ, গুয়ানডং এবং গুয়াংশি এলাকায় ঘূর্ণিঝড় সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার রাত ৯টা নাগাদ এটি চীন সীমান্ত অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে। তখন হাইয়ান একটি ক্রান্তীয় নিম্নচাপে পরিণত হতে পারে। এতে প্রচুর বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কবার্তায় বলা হয়েছে। বৃষ্টিপাতের কারণে ভিয়েতনামের রাজধানী হ্যানয়সহ ব্যাপক এলাকা বন্যাকবলিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভিয়েতনামের জাতীয় টেলিভিশন চ্যানেল ভিটিভি জানিয়েছে, হাইয়ানের প্রভাবে প্রচণ্ড বৃষ্টিপাত ও বন্যায় ইতিমধ্যে ভিয়েতনামের মধ্যাঞ্চলে ছয়জনের মৃত্যু হয়েছে।

এছাড়া হাইয়ানের প্রভাবে সৃষ্ট উত্তাল ঢেউয়ে সাগরে ভেসে গিয়ে উত্তর তাইওয়ানে আরো আটজন মারা গেছেন বলে জানিয়েছে সিনহুয়া। হাইয়ানের প্রচণ্ড তাণ্ডবে এক ফিলিপাইনেই ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। ব্যাপক ধ্বংসলীলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও অনুমান করা যায়নি। দুর্গত এলাকায় সব ধরনের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে মারাত্মক মানবিক সঙ্কট সৃষ্টি হয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।