আমাদের কথা খুঁজে নিন

   

'ভালো থাকো!'

তোমাকে আমি ক্ষমা করে দিলাম, আর কখনো ধাওয়া করবো না স্বপ্নে কিংবা কল্পনায়। তোমার প্রতিটি নিঃশ্বাসের ছবি মুছে দিলাম হৃদয়ের অলিগলির বিশাল বিশাল বিলবোর্ড থেকে। ওগুলোর অনেক খাজনা বাকি। আর কতো কাল ভর্তুকি দেবো! আর কখনো বিব্রত করবো না ফিসফিস করে বাতাসে তোমার নাম বলে। দুষ্টু দখিনা বাতাস,সব তোমায় চুপিচুপি বলে আসে! পুরোনো স্মৃতির রূপ ধরে আমার ভেজা চোখে এসে হাজিরা দেওয়ার শ্রান্তি থেকেও তুমি আজ থেকে মুক্ত। অকারণে বারবার ডাক পড়ায়,স্মৃতিগুলোও কিছুটা বিরক্ত। যাবতীয় আবেগী মুহুর্তে তোমায় দেওয়া উপমাগুলোও ফিরিয়ে নিলাম। সেসবের ভারে তুমি বড্ড ক্লান্ত,স্পষ্টই বুঝতে পারছি। তবে ভয় পেও না, এতোকাল ধরে ঘুম ভাঙ্গা রাতে অপচয় হওয়া চোখের জলের জন্য আমি কিছুই দাবী করবো না। চিরাচরিত পরাজিতদের মতো আমারও তাই নিঃশব্দ আর্তনাদ,"ভালো থাকো!"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.