আমাদের কথা খুঁজে নিন

   

দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে আহত অর্ধশতাধিক

দিনাজপুরের ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে দুই আন্তঃনগর ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই ট্রেনের অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে।

সোমবার দিবাগত রাত পৌনে ৪টায় ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটে পার্বতীপুর স্টেশন থেকে খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। অপরদিকে রাত পৌনে ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি ফুলবাড়ী স্টেশনে দাঁড়িয়ে ছিল।

এ সময় সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি লাইন সিগন্যাল ভুল করে একই লাইনে দাঁড়িয়ে থাকা একতা এক্সেপ্রেসের সঙ্গে ‍মুখোমু‍খি ধাক্কা খায়।

এতে সীমান্ত ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায় এবং একটি বগি খুলে রেল লাইনের পাশে ছিটকে পড়ে। এছাড়া একতা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে অন্তত অর্ধশতাধিক যাত্রী আহত হয়। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।