আমাদের কথা খুঁজে নিন

   

আপনি তো গেমার তবে আপনার জন্য কোন অ্যান্টিভাইরাস টা ভাল ???

আসসালামুয়ালাইকুম । কেমন আছেন আপনারা সবাই ? আশা করি ভাল আছেন । আমিও ভাল আছি । আবার একটি পোস্ট করতে বসলাম । পোস্ট না করলে ভাল লাগে না ।

আবার পোস্ট এ কমেন্ট না আশ্লে মন খারাপ হয়ে যায় ।
ফ্রী নেট নিয়ে পোস্ট করলে যত কমেন্ট পাই , গেমস বা ভাল কিছু নিয়ে তা পাই না  :(  যা নিতান্তয়ই দুঃখের ব্যাপার । আজকের পোস্ট এ দেখি কত কমেন্ট উঠে তবে আমি বলতে পারি ৭-৮ টার বেশি উঠবে না । তবে ফ্রী নেট নিয়ে করলে ১২০-১৫০ উঠে ।
 
গেম খেলার সময় অনেকেই সমস্যায় পরতে পারেন বা কোন গেমের সম্পর্কে জানতে চান তবে ইন্টারনেট এতই সুবিশাল যে আর কি বলার !!! কোন টা থিক আর কন্টা ভুল তা জানাই যায় না ।

এর জন্য আমরা কিছু টিউনার মিলে খুলেছি গেমস ওয়ার্ল্ড । এটি টেক্টিউন্স ও টিউনারপেজের এরমাত্র গেমিং পেজ ও গ্রুপ । এই গ্রুপ এ পাবেন আপনাদের সব সমস্যার সমাধান । তো এখনি জয়েন করুন
গ্রুপ
https://www.facebook.com/groups/gamesworldfans/
পেজ
https://www.facebook.com/games.world.bangladesh
 
এবার আসি পোস্ট এ
আমরা অনেকেই গেম খেলি । এটি এক দিক দিয়ে আনন্দের প্রতিক ।

তবে কম্পিউটার এ আছে একটি আতঙ্কের নাম।
ভাইরাস!!!!!
এটি এমন একটি প্রোগ্রাম যা আপনার কম্পিউটার কে করে দিবে একদম ধির গতির । আপনার ফাইল ডিলিট করে দিবে । আপনার পাসওয়ার্ড চুরি করে নিয়ে যাবে ।
 
আর এই ভাইরাস থেকে বাচার জন্য আমরা ব্যবহার করি নানা ধরনের অ্যান্টিভাইরাস ।

অ্যান্টিভাইরাস আমাদের সিস্টেম কে ভাইরাস থেকে সুরক্ষিত রাখে । তবে এই অ্যান্টিভাইরাস এর একটি খারাপ দিক আছে । তা হল , এটি আপনার কম্পিউটার কে ধিরগতির করে দেয় । ফলে অনেকের মাথা খারাপ হয়ে যায় । এমন কি আমার ইন্টেল কোর আই ৭ , ৮ জিবি র‍্যাম , এরকম শক্তিশালী কম্পিউটার কেও স্লও করে দিতে পারে অ্যান্টিভাইরাস ।


 
এখন দেখি মহা বিপদ !!!!! ভাইরাস থাকলে সমস্যা , অ্যান্টিভাইরাস রাখলেও সমস্যা !!!! তো  আমরা কি করব ????
এখন দেখা গেলে যেসব অ্যান্টিভাইরাস কম্পিউটার কে স্লো করে এদের মধ্যে একটি গেমিং প্রোফাইল আছে তবে তা কাজ করে না !!!
আমার কোথা মানলে আপনারা অ্যাভাস্ট ইন্টারনেট সিকুরিটি ২০১৪ ব্যবহার করুন । এটি আপনার সিস্টেম কে রাখবে তুফান এর মত ফাস্ট, ভাইরাস থাকার সুযোগ ই নেই , এবং এর একটি বড় ফিচার হচ্ছে এর আপডেট অনেক ছোট । ফলে সহজেই দাউনলড করা যায় এর আপডেট । এবং আপনি যদি খেয়াল করে থাকেন , সব অ্যান্টিভাইরাস তাদের মুল সংস্করণ (আপডেট নয় ) এর নতুন ভার্সন ১-২ মাসে বের করে , এবং আপনাদের তা আবার ২০০-৩০০ এম্বি খরচ করে ডাউনলোড করতে হয় । তবে অ্যাভাস্ট একদম এরকম নয় ।

অ্যাভাস্ট এর মুল ইন্সটলার  ১১০ এম্বি । যেখানে অন্যান্য অ্যান্টিভাইরাস এর সাইজ ২০০ - ৩০০ এম্বি । এবং অ্যাভাস্ট এর সংস্করণ আপনাকে বারবার ডাউনলোড করতে হবে না , প্রতিবার শুধু যা যা বদলান হয়েছে অগুল ডাউনলোড করলেই হবে । মানে আপডেট অ্যাপ্লিকেশান দিলে শুধু যা যা আপডেট দরকার তা ডাউনলোড করবে যার সাইজ ৩-৪ এম্বি
অ্যাভাস্ট এর তো অনেক ভার্সন আছে , কোন টা আপনি ডাউনলোড করবেন ?
আমার মতে অ্যাভাস্ট এর ইন্টারনেট সিকুরিটি টাই বেস্ট । প্রিমিয়ার আমাদের কোন কাজে আসে না ।

তাই এখনি নিচে থেকে ডাউনলোড করে নিন ।
 
ও হ্যাঁ । আপনাদের জন্য ১০০০ দিনের অফিসিয়াল লাইসেন্স দিলাম , এটা ব্লক করা হয় নি
http://files.avast.com/iavs5x/avast_internet_security_setup.exe
লাইসেন্স
http://www.mediafire.com/?42l5ll6urme2ooi

 
ধন্যবাদ

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।