আমাদের কথা খুঁজে নিন

   

কস্তার স্বপ্ন পূরণে অপেক্ষা বাড়লো

কস্তার বদলে জুভেন্টাসের স্ট্রাইকার ফার্নান্দো লরেন্তেকে দলে নিয়েছেন কোচ ভিসেন্তে দেল বস্ক।
১৬ নভেম্বর বিষুবীয় গিনির মাঠে খেলবে স্পেন। তার তিন দিন পর দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়নদের লড়াই।
গত মার্চে ব্রাজিলের হয়ে রাশিয়া ও ইতালির বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিলেন কস্তা। তবে গত জুনে কনফেডারেশন্স কাপের দলে সুযোগ পাননি।


সম্প্রতি জন্মভূমি ব্রাজিলকে উপেক্ষা করে স্পেনের হয়ে খেলা বেছে নেন কস্তা। দুই প্রীতি ম্যাচের জন্য ঘোষিত ২৩ সদস্যের দলেও তাকে রাখেন কোচ ভিসেন্তে দেল বস্ক। কিন্তু চোট তার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়ালো।
গত রোববার লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ১-১ এ ড্র ম্যাচের ৮২ মিনিটে আঘাত পেয়ে মাঠের বাইরে চলে যান স্পেনের নাগরিকত্ব পাওয়া কস্তা।
মৌসুমের শুরু থেকে দারুণ ফর্মে আছেন কস্তা।

দল আতলেতিকো মাদ্রিদের হয়ে ১৭ খেলায় ১৬ গোল করেছেন তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।