আমাদের কথা খুঁজে নিন

   

Facebook এ একাধিক friends request sent করুন block হবেন না ১০০%

সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর মধ্যে ফেসবুক অন্নতম। আমাদের প্রায় সবারই ১ অথবা ২ টা অ্যাকাউন্ট আছে,আবার অনেক এর একাধিক অ্যাকাউন্ট ও আছে। আমারা সবাই ফেসবুক এ নতুন ও অপরিচিত মানুষের সাথে ফ্রেন্ড শিপ করতে চাই। কিন্তু ফেসবুক হল পরিচিত সবার সাথে ফ্রেন্ড করার মাধ্যম। তাই আমাদের কখনও কখনো ২ অথবা ১ মাস ব্লক খাইতে হয় যা খুবই বিরক্তকর।

তাই আজ আমি আপনাকে শিখাব কিভাবে একাধিক ফ্রেন্ড অ্যাড করবেন কিন্তু ব্লক হইবেন না। প্রথমে এই লিঙ্ক এ গিয়া আপনার pending friends request গুলো বাদ দিয়ে দিন। তার পর অনলাইন এ আছে এরকম ২০ জন যাদের ফ্রেন্ড request acept করবে তাদের friends request sent করুন। ও অনলাইন আছে তা কিভাবে জানবেন। যখন কেউ স্ট্যাটাস দিবে তাদের স্ট্যাটাস এ ২০ মিনিট মধ্যে যারা লাইক দিছে তাদেরকে friends request sent করুন।

আবার ১০ মিনিট ওয়েট করুন। এর মধ্যে যারা friend request acept করবেনা তাদের কে cancle করে দিন। আবার ঠিক এইভাবে দিনে ২ ঘণ্টা পর পর ২০ জন করে অ্যাড করুন। যেকোনো সাহায্য এর জন্য ফেসবুক এ আমার সাথে যোগাযোগ করুন। আমাকে ফেসবুক এ পেতে এখানে ক্লিক করুন।


পোস্টটি পূর্বে এখানে প্রকাশিত হয়েছিল

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.