আমাদের কথা খুঁজে নিন

   

সন্ধান

কুড়াই প্রহরব্যেপে স্মৃতিলগ্ন ধূলি

যাবো না মথুরা গয়া অযোধ্যা কাশী যাবো না সে কৈলাসে হবো না সন্ন্যাসী। যাবো না মদিনা মক্কা তব সন্ধানে যাবো না মেরাজে প্রভু সপ্ত-আসমানে। গির্জায় মন্দিরে মসজিদ-ঘরে লোকালয় ছেড়ে গুহা-গিরিকন্দরে খুঁজিবো না নির্জনে কৈবল্যধামে- যাবো না তোমার খোঁজে সে বেথেলহামে। তুমি তো বিরাজ করো সব কালে-খানে তোমারে খোঁজার তাই নাই কোনো মানে। যেখানে যেকালে শুয়ে দাঁড়িয়ে কি বসে মম রুহে নূরানি সে নিঃশ্বাস পশে। যে তুমি সুবাস প্রভু সে তুমিই ফুল যেখানেই শাখা তব সেখানেই মূল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।