আমাদের কথা খুঁজে নিন

   

মমির হার উদ্ধার

অন্তত ২,৩০০ বছর পুরনো রঙিন হারের কিছু টুকরো উদ্ধার করা হয়েছে একটি মমির পাশ থেকে। এই আবিষ্কারে উৎসাহিত প্রত্নতত্ত্ববিদেরা। থিবসের যে পিরামিড থেকে হারটি উদ্ধার হয়েছে তা তৈরি হয়েছিল ৩,৩০০ বছর আগে।

ফারাও আখেনাতেনের খাস বেয়ারার মমি রাখা হয়েছিল সেখানে। পরে নানা সময়ে ওই পিরামিডে রাখা হয়েছিল আরও অনেকের দেহ।

পুরনো পিরামিডগুলিই নতুন মমি রাখার জন্য ব্যবহার করা হত থিবসে।

মনে করা হচ্ছে, কোনও ধনী ব্যক্তির মমি এক সময় ওই পিরামিডে রাখা হয়েছিল। তাঁকেই পরানো হয়েছিল হারটি। মমিকে পরানোর জন্য বিডসের তৈরি হারগুলিকে বলা হত ‘ওয়েসেখস’। তবে এটি পুঁতির নয়, প্লাস্টারের মতো জিনিস দিয়ে তৈরি।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।