আমাদের কথা খুঁজে নিন

   

শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র হেমায়েতপুর

ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে সাভারের হেমায়েতপুরে অবস্থিত ঢাকা-সিঙ্গাইর সড়ক।

আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে মজুরি বৃদ্ধির দাবিতে হেমায়েতপুর বাসস্ট্যান্ডের অদূরে পদ্মা ক্যানের মোড়ে রাস্তায় নেমে আসে আশেপাশের কয়েকটি কারখানার হাজার হাজার শ্রমিক।

ব্যাবিলন ক্যাসুয়াল ওয়্যার লিমিটেড, অবনী ফ্যাশন ও স্টান্ডার্ড গ্রুপের শ্রমিকরা এ সময় কারখানার ভেতরে ব্যাপক ভাঙচুর চালায়। কারখানার ভেতর থেকে আসবাবপত্র এনে আগুন ধরিয়ে দিয়ে সড়ক অবরোধ করে রাখে তারা।

এ সময় পুলিশ শ্রমিকদের সরিয়ে দিতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করলে সংঘর্ষ ‍শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ চলছিলো।

এদিকে সংঘর্ষের এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে হেমায়েতপুর শিল্প এলাকার অন্যান্য কারখানাতেও। অনেক কারখানাতেই সম্ভাব্য ভাঙচুরের আশঙ্কায় লাঠিসোঁটা হাতে নিজেদের লোক মোতায়েন করেছে কারখানা কর্তৃপক্ষ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।