আমাদের কথা খুঁজে নিন

   

"ককটেল, টিয়ারশেল এবং মাহবুব"



১২/১১/২০১৩ ইং তারিখে আনুমানিক সন্ধ্যা ৭:১৫ মিনিটে, অফিস শেষ করে মহাখালী পুলিশ বক্সের সামনে দাঁড়িয়ে আছি বাসের জন্য। রাস্তায় শুধু মানুষ আর মানুষ। বাস যে কয়টা আসছে তাও সম্পূর্ণ ভর্তি। মানুষের তুলনায় বাস খুবই অপ্রতুল। তা যাই হোক আমি প্রতিদিনের ন্যায় চাতক পাখির মত অপেক্ষা করছি নির্দিষ্ট বাসে উঠার জন্য।

কখন বাসে উঠব আর কখন বাসায় যাব এটাই আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। হঠাৎ করে আমি সামনের দিক থেকে মিছিলে আসা শব্দ "না রাই তাকবির, আল্লাহুু আকবর" শুনার সাথে সাথে আমার পাশে, রাস্তায় বিকট শব্দে কয়েকটা ককটেলের বিস্ফােরণ দেখলাম ও শুনলাম। তারপর আমার পিছনে থাকা পুলিশ ভাইয়েরা বন্দুক তাক করে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করল। মধ্যখানে আমি পরে দিক-বিদিক শুন্য হয়ে নিরাপদ স্থানে যাওয়ার জন্য জনগণের সাথে হন্যে হয়ে দৌঁড় দিলাম। এরমধ্যে আমি আমার ডান কাঁধে কিছু একটা লাগার অনুভূতি টের পেলাম।

রাস্তায় ককটের ধোঁয়া, টিয়ারশেলের শব্দ আর মানুষের প্রাণনিয়ে পালানোর আকুতি এক বিভিষিকাময় পরিস্থিতির উদ্ভব হল। এরপর আমি চিন্তা করলাম এখানে বেশিক্ষণ থাকা নিরাপদ নয়। তাই রাস্তা পার হয়ে ৩ নম্বর বাসে উঠে পড়লাম তৎক্ষণাৎ মহাখালী ত্যাগের উদ্দেশ্যে। যাক মহান আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া জানালাম বড় একটা বিপদ থেকে আমাকে বাঁচানোয়। এর ২০-২৫ মিনিট পর হাউস বিল্ডিং এ বাস থেকে নামলাম।

বাস থেেকে নেমে অপেক্ষমান অনেক মানুষরে সাথে ১টি পুড়ে যাওয়া বাস লক্ষ্য করলাম। এরপর ৫টাকার ভাড়া ২০টাকা দিয়ে ব্যাটারিচালিত অটোয় করে নিজের গন্তব্যস্থলে পৌঁছালাম। গতকালের এই ঘটনায় আমার শুধু একটা কথাই মনে হল যে, ককটেল হল বিরোধী দল, টিয়ারশেল হল সরকারী দল আর মাঝখানে মাহবুব মানে আমরা সাধারণ মানুষ প্রতিনিয়ত বলি হচ্ছি। ...সৈমর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.