আমাদের কথা খুঁজে নিন

   

হরতালের প্রভাব পড়েনি পুঁজিবাজারে

টানা হরতালের মধ্যেও দেশের দুই পুঁজিবাজারে সূচক উর্দ্ধমুখী রয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় লেনদেন শুরুর দুই ঘণ্টার মাথায় সাড়ে ১২টায় ডিএসইতে ব্রড ইনডেক্স বেড়েছে ১৭ পয়েন্ট আর লেনদেন হয়েছে ২২৬ কোটি টাকার। একই সময়ে সিএসইতে সূচক বেড়েছে ৫ পয়েণ্ট। লেনদেন হয়েছে ২২ কোটি ৮০ লাখ টাকার শেয়ার।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের দুই ঘন্টায় ব্রড ইনডেক্স ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪২১৫ পয়েন্টে।

এ সময়ে মোট ২৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৬৩টি, কমেছে ৬৮টি আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২২৬ কোটি ১০ লাখ টাকার।

দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৮২১৮ পয়েন্টে। এ সময় মোট ১৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ৫৭টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২২ কোটি ৮০ লাখ টাকার।

গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স কমেছিল ০.৭৯ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ৩৮১ কোটি ৩ লাখ টাকার।  



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.