আমাদের কথা খুঁজে নিন

   

রামলীলার চুমু ছেঁটে ছোট করল বোর্ডের কাঁচি

রামলীলা মুভিতে ছিল একটি দীর্ঘ চুম্বন দৃশ্য। এক্ষেত্রে কেবল ইউ/এ সার্টিফিকেট দিয়েই থেমে থাকেনি সেন্সর বোর্ড। কেটে-ছেঁটে দীর্ঘ চুমুটি ছোট হয়ে গেছে বোর্ডের কাঁচিতে।

এদিকে, সেন্সর বোর্ডের এই কাটাকাটিতে যারপরনাই বিরক্ত রনবীর সিং। তিনি বলেন, আমার মনে হয় চুম্বন দৃশ্য নিয়ে আপত্তি থাকার কোনও কারণ নেই।

দৃশ্যটা খুব সুন্দর। আমি এটা বিশ্বাস করি না যে দৈর্ঘ্যের কারণে দৃশ্যটা কাটা হয়েছে। হিন্দী ছবির সেরা চুম্বন দৃশ্য এটা।

অবশ্য শুধু চুম্বন দৃশ্যই নয়, মুভি থেকে আরও ১১টি দৃশ্য ফেলে দিতে হয়েছে পরিচালক সঞ্জয় লীলা বনসালিকে। এ দৃশ্যগুলোর মধ্যে রয়েছে কিছু শব্দ, অঙ্গভঙ্গি ও একটি মদ্যপানের দৃশ্য।

'রামলীলা' মুক্তি পাচ্ছে চলতি মাসের ১৫ তারিখে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।