আমাদের কথা খুঁজে নিন

   

রাঙামাটি রাজবন বিহারে কঠিন চীবর দানোৎসব আজ

আজ রাঙামাটি রাজবন বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান দু'দিনব্যাপী কঠিন চীবর দানোৎসব শুরু হচ্ছে। আজ বেলা ১টায় পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে শুরু হবে এ মহা ধর্মীয়যজ্ঞ। প্রায় আড়াই হাজার বছরেরও আগে তথাগত গৌতম বুদ্ধের জীবদ্দশায় মহাপুণ্যবতী বিশাখা প্রবর্তিত নিয়মে রাজবন বিহারে এবার ৪০তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এ ধর্মীয় উৎসবে যোগ দিতে ধর্ম, বর্ণ, নির্বিশেষে সবার প্রতি আহবান জানিয়েছেন উপাসক-উপাসিকা পরিষদের আজীবন সভাপতি রাজমাতা আরতি রায়, সিনিয়র সহ-সভাপতি গৌতম দেওয়ান ও সাধারণ সম্পাদক প্রতুল বিকাশ চাকমা। উৎসবে যোগ দিতে রাজবন বিহারে এর মধ্যেই অগণিত পুন্যার্থীর ঢল নামতে শুরু করেছে।

বৌদ্ধ সম্প্রদায়ের এ ধর্মীয় উৎসবকে ঘিরে মুখর হয়ে উঠেছে পাহাড়ি জনপদ রাঙামাটি। এ উপলক্ষে সব প্রস্তুতি ও আয়োজন সম্পন্ন করেছে রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদ। হয়েছে উৎসবের বর্ণাঢ্য আয়োজন। উৎসবে বসছে মেলা। এছাড়া রয়েছে ধর্মীয় কীর্তন, নাটক, চরকায় সুতা কাটা, বেইন বুনন, কল্পতরু শোভাযাাত্রাসহ বর্ণাঢ্য নানা আয়োজন।

কঠিন চীবর দানোৎসবে প্রতি বছর রাঙামাটি রাজবন বিহারে অগণিত মানুষের ঢল নামে। সমাগম ঘটে লাখো মানুষের।

আজ বিকাল পৌণে তিনটায় চরকায় সুতা কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে দুই দিনের উৎসব। রাজমাতা আরতি রায় চরকায় সুতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বেইন বোনা। তার আগে বেইনঘর উদ্বোধন করবেন নির্বাণলাভী বৌদ্ধ আর্যপুরুষ সর্বজনপূজ্য শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের শিষ্যমন্ডলী।

আগামীকাল শুক্রবার ২৪ ঘন্টার মধ্যে তৈরি করা চীবর উৎসর্গের মধ্য দিয়ে শেষ হবে এ মহাপুণ্যযজ্ঞ। দু'দিনব্যাপী উৎসবে পঞ্চশীল গ্রহণ, রাতে সুতা লাঙানো, সদ্ধি ও রংকরণ, বেইন বোনা, ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, বুদ্ধপূজা, সংঘদান, ভিক্ষুসংঘের পিন্ডদান, চীবর ও বর্ণাঢ্য শোভাযাত্রা, কঠিন চীবর উৎসর্গ, সদ্ধর্ম দেশনা, সার্বজনিন প্রদীপ পূজাসহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।  

কেবলই বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি রাজবন বিহারসহ শাখা বন বিহারগুলো ছাড়া বিশ্বের কোথাও বিশাখা প্রবর্তিত নিয়মে বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দানোৎসবের আয়োজন হয় না। মহামতি গৌতম বুদ্ধের প্রধান সেবিকা মহাপূণ্যবতী বিশাখা ২৪ ঘন্টার মধ্যে তুলা থেকে সুতা কেটে রংকরণ, বয়ন ও সেলাই শেষে চীবর (বৌদ্ধভিক্ষুদের ব্যবহার্য ও পরিধেয় বস্ত্র) দানকার্য সম্পাদন করেন।



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।