আমাদের কথা খুঁজে নিন

   

বিচ্ছিন্নতার অমরত্ব

নিঃশব্দে কখন শেষ হয়ে যাব, হয়ত কেউ জানবে না

প্রসব যন্ত্রণায় ব্যথিত সুরজ থেকে ,পৃথিবী নিক্ষেপ হওয়া দেখে ,আমি গুরত্ত্ব দেয়নি। এককোষী এমিবা থেকে বহুকোষী ডাইনোসর হওয়া দেখে , আমি গুরত্ত্ব দেয়নি। যখন পথভ্রষ্ট ভগবান বাণী দিল,আমি তোমাদের সৃষ্টি করেছি, আমি গুরত্ত্ব দেয়নি। রাবণ দ্বারা সীতা ধর্ষিত হয়নি,এই গাজাখুরি গল্প শুনে, আমি গুরত্ত্ব দেয়নি। নিরীহ কুকুর দেখে,তোমাদের ফেরেশতা বিব্রত বোধ করে তা শুনেও আমি গুরত্ত্ব দেয়নি। পুনরায় উথিত হওয়ার কান্না শুনে ,আমি গুরত্ত্ব দেয়নি। কল্পিত এক বা সহস্ররুপী আত্মার অমরত্বের মিথ শুনেও আমি গুরত্ত্ব দেয়নি। উজ্জ্বল পোশাকে আলো ছড়িয়ে তোমাদের পিঠের চামড়া শক্ত করার নীতি কথা পড়ে ,আমি গুরত্ত্ব দেয়নি। তবে আজ চিররুপী সময়কে এক মুহূর্ত না থামানোর অক্ষমতা নিয়ে বলছি। তোমা হতে ছিন্ন হব,অবশিষ্ট বাকি সময় এই কথার গুরুত্ব দেব....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।