আমাদের কথা খুঁজে নিন

   

এলইডি টিভি কিনতে চাই! কোনটা কিনব??



বাজেট সর্বোচ্চ ৫০,০০০ টাকা। ব্র্যান্ড নিয়ে চুলকানি নাই! শো'রুম থেকে কিনতে হবে এমন কোন কথা নাই (সনি, স্যামসাং এর ক্ষেত্রে)। শুধুমাত্র, পারফরমেন্স বিবেচনায় আনতে হবে। ১। সনি ব্র্যাভিয়া তে নাকি mkv/avi ফাইল ইউএসবি থেকে চালানো যায় না? ঘটনা কি সত্যি ? তাইলে সনি ওয়ালারা কেমনে এইডি মুভি, টিভি শো দেখে? (কারন, একেক টা মুভি কনভার্ট করে দেখতে তো অনেক সময় প্রয়োজন ২। স্যামসাং কি ফাইল ফরম্যাট নিয়ে কোন প্রবলেম আছে ? যাদের স্যামসাং আছে প্লিজ ব্যাপারটা ক্লিয়ার করবেন! ৩। সনি/স্যামসাং এর মধ্যে পিকচার কোয়ালিটি কোনটাতে ভাল আসবে? (যারা ইতিমধ্যে দুটোই ব্যবহার করেছেন ) ৪। মাল্টিপ্ল্যান সেন্টারে যে টিভি গুলো পাওয়া যায়, ওখান থেকে কেউ কিনেছেন এমন কেউ আছেন? যদি থাকেন, তবে আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন ৫। ওয়াল্টন/ ট্র্যান্সটেক টিভি গুলোর সার্ভিস কেমন? আফটার সেল সার্ভিস ই বা কেমন? নিচের কয়েকটি টিভি যদি কেউ পার্সোনালি ব্যবহার করে থাকেন তবে মতামত দিবেন আশা করিঃ SONY 32 inch R402A BRAVIA TV SONY 40 inch KLV-R452A BRAVIA TV 32inch Samsung EH4500 HD Smart LED TV EX330 SONY BRAVIA LED TV

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৭৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।