আমাদের কথা খুঁজে নিন

   

কত রঙ্গ-ব্যঙ্গ রে .....


গোড়ায় গলদ, মূলেই গোলমাল। খাবেন না কি ঠান্ডা বাঘ? ভালোবাসা জিন্দাবাদ আর পোশাক খোলানো মুর্দাবাদ। আর একটু দেখি? জাগো বাহে, কোনঠে সবায়? নুডুস খাইতে মন চায়। হেতারা কয় কি !!! বানান নিয়া কতা কইন না যে, মাইরা হোতাইল্বাম। বাংলা বানান কি বাপের পয়সায় বানানো? জীবনে এতো পাশ দিলাম তবুও কেউ নাম জিগাইলোনা কি বলছে ইতর? কথা সহীহ কিন্তু মতলব খারাপ।

কথা নয়, কাজ । আহ ! যদি একটা ধুলাই স্ত্রী পাইতাম। সংলাপ = নাটকের চরিত্রাবলির পরস্পর কথোপকথন (অভিধান) ঘর মুখী না পরমুখী? সাংঘাতিক ব্যাপার ! মেহেরবাণী করে শিশুদের বাঁচতে দিন। আমাদের দাবী, আমাদের দাবী; মানতেই হবে, মানতেই হবে। হুসিয়ারি: রাজনৈতিক ক্যাচাল বরদাশ্‌ত করা হবে না।


 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।