আমাদের কথা খুঁজে নিন

   

ক্যাসিনির ক্যামেরায় ধরা পড়লো শনি

একই সঙ্গে আমাদের সৌরজগতের অনেকগুলো গ্রহ একত্রে দেখতে পেলে কেমন হয়? আর এমন ছবি তোলার সুযোগ সত্যিকার অর্থেই খুব কম আসে। চলতি মাসের ১২ তারিখ আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা পৃথিবী, মঙ্গল, চাঁদ এবং শনিকে একই সঙ্গে ক্যামেরা বন্দী করা বেশ কিছু ছবি প্রকাশ করেছে। এরই মধ্যে বিশ্বব্যাপী বেশ জনপ্রিয় হয়েছে ছবিগুলো।

মহাকাশ গবেষণার জন্য ২০০৪ সালে নাসার উৎক্ষেপিত ক্যাসিনি নামের মহাকাশযানটি এই ছবিগুলো তুলেছে। ছবিগুলো নভেম্বরে প্রকাশিত হলেও এইগুলো তোলা হয়েছে এই বছরেরই জুলাই মাসের ২৯ তারিখ।

ছবিতে দেখা যাচ্ছে, চারপাশে বলয়বেষ্টিত শনি গ্রহ সূর্যকে ঢেকে দিচ্ছে।

অন্যদিকে শনির অনেক দূরে একফোঁটা নীল বিন্দুর মতো দেখা যাচ্ছে পৃথিবী। পৃথিবীর পাশেই চাঁদ। ছবির অন্যপাশে মঙ্গলকেও উঁকি দিতে দেখা গেছে। ছবিটিকে এরই মধ্যে এখন পর্যন্ত মহাকাশ গবেষণায় তোলা ছবিগুলোর মধ্যে ‘সবচেয়ে বিরল ছবি’ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে।

মহাকাশের বিস্তর্ণ প্রাণহীনতার মধ্যে নিজের একরত্তি ঘরটিকে চিহ্নিত করতে পেরে আনন্দে বিহ্বল হয়ে পড়েছেন অনেকেই।

সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, ছবিটি যেদিন তোলা হলো, সেই ২৯ জুলাইয়ে পৃথিবীতে ‘দ্য ডে আর্থ স্মাইলড’ দিবস পালন করা হলো। মহাকাশের প্রেক্ষাপটে একমাত্র পৃথিবীতে প্রাণের অস্তিত্ব এবং প্রাচুর্য উদযাপনের জন্যেই এই দিবসটি পালন করা হয়।

১৯৯০ সালে আলোচিত মহাকাশযান ভয়েজার থেকে ‘পেল ব্লু ডট’ নামে পৃথিবীর এমন একটি ছবি তোলা হয়েছিল। সে সময়ও তুমুল জনপ্রিয় হয় ছবিটি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.