আমাদের কথা খুঁজে নিন

   

স্ট্রোক (STROKE) সচেতনতা।



স্ট্রোক (STROKE) একটি ভয়ানক ব্যাধি । বর্তমানে আনেক মানুষ এই রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে আবার অনেকেই দীর্ঘ সময়ের জন্য অসুস্থ হয়ে যাচ্ছে । তবে এই রোগে আক্রান্ত হওয়ার পরে যতটা না রোগের কারনে মানুষ মারা বা অসুস্থ হচ্ছে তার চেয়ে বেশী কারন হল মানুষের অজ্ঞতা । মানুষ এ রোগের শিকার যে কোন সময় বা যে কোন জায়গায় হতে পারে । তাই সর্ব প্রথমে আমাদের করনীয় হল এ রোগকে শনাক্ত করা ।

আর এ জায়গাটাতেই আমাদের সবচেয়ে বেশী দুর্বলতা , কারন আমরা আসলে জানিই না যা ঘটেছে তা কি স্ট্রোক না অন্য কিছু । যেমন সাধারন ভাবে মাথা ঘুরে পড়ে যাওয়া বা প্রচন্ড রকম মাথা ব্যাথাও একটি স্ট্রোক হতে পারে । তাই এই রোগকে চিনতে হবে । এ রোগকে শনাক্ত করার জন্য খুবই সহজ তিনটি পদ্ধতি আছে । যেগুলো দ্বারা আপনি সহজেই বুঝতে পারবেন রোগটা কি স্ট্রোক নাকি সাধারন কিছু ।

পদ্ধতি গুলো হল STROKE এর প্রথম তিনটি বর্ণ যথা S, T, R, মনে রাখা । এই তিনটি বর্ণের দ্বারা নিম্নোক্ত উপায়ে এই রোগকে শনাক্ত করা যায় । S = SMILE, আক্রান্ত ব্যাক্তি কে হাসতে বলা । T = TALK, আক্রান্ত ব্যাক্তি কে কথা বলতে বলা । R = RAISE HAND, আক্রান্ত ব্যাক্তির দু হাত উপড়ে তুলতে বলা ।

আক্রান্ত ব্যাক্তির যদি উপড়ের তিনটি কাজের যে কোন একটি কাজ ও করতে অসুবিধা হয় তাহলে তাকে অতি দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে । কারন , এগুলোর দ্বারা স্ট্রোক এর লক্ষন প্রকাশ পায় । আর রোগীকে যত দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে পারা যায় রোগীর বিপদের সম্ভাবনা তত কমে যায় । তাই সবার প্রতি বিনীত অনুরোধ আপনারা এ রোগকে শনাক্ত করার জন্য সবসময় S, T, R এই তিনটি বর্ণ মনে রাখুন । তাহলেই আমরা এই রোগটিকে বিপদের সময় দ্রুত শনাক্ত করতে পারবো ।

সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ...... এই কামনা রইল।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.