আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধাপরাধ: যুক্তরাজ্যের হুঁশিয়ারি নাকচ শ্রীলঙ্কার

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে আহ্বান জানিয়ে ক্যামেরন বলেছিলেন, “শ্রীলঙ্কা সরকার নিজ উদ্যোগে মার্চের মধ্যে অভিযোগের স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত না চালালে আমরা জাতিসংঘ মানবাধিকার পরিষদে আমাদের প্রভাব খাটিয়ে মানবাধিকার কমিশনের সঙ্গে সমন্বয়ের মধ্য দিয়ে পরিপূর্ণভাবে বিশ্বাসযোগ্য এবং নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত আহ্বান করব”।
শ্রীলঙ্কার যুদ্ধাপরাধসহ মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগের বিষয়টি বিচার-বিশ্লেষণ করে দেখতে মার্চেই বৈঠকে বসার কথা রয়েছে জাতিসংঘ মানবাধিকার কমিশনের।
ফলে তার আগেই তদন্ত শেষ করার জন্য শ্রীলঙ্কাকে এ তাগাদা দিচ্ছেন ক্যামেরন। কিন্তু তার বক্তব্য নাকচ করে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসে বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে তার সরকার নিজেদের সুবিধামতো সময় হাতে নিয়েই তদন্ত চালাবে।
ওদিকে, রাজাপাকসের ভাই এবং শ্রীলঙ্কার সিনিয়র মন্ত্রী বাসিল রাজাপাকসেও বলেছেন, অভ্যন্তরীন তদন্ত চলার কারণে আন্তর্জাতিক তদন্ত হওয়ার প্রয়োজন নেই।

এতে শ্রীলঙ্কা অনুমতি দেবে না বলে জানান তিনি।
২০০৯ সালে তামিল বিদ্রোহীদের দমনে সামরিক অভিযানের সময় শ্রীলঙ্কার সেনাবাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের অভিযোগ দেশটির সরকার তদন্ত করলেও যুদ্ধের শেষ পর্যায়ে হাজার হাজার মানুষ নিহত হওয়ার কথা অস্বীকার করেছে।
সেকারণে রাজাপাকসেকে এ বিষয়টির নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত মার্চের মধ্যেই করার তাগাদা দেন ক্যামেরন।
কিন্তু সব অভিযোগ নাকচ করে শ্রীলঙ্কা সরকার বলছে, দেশে মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি। তবে সরকার অভ্যন্তরীণভাবেই বিষয়টি তদন্ত করবে।

যুদ্ধের মাধ্যমে দেশে শান্তি, স্থিতিশীলতা এবং উন্নতি আনা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন রাজাপাকসে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.