আমাদের কথা খুঁজে নিন

   

ডাইনোসরের ফসিল কিনুন নিলামে

ডাইনোসর নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কমতি নেই। আর ১৫০ মিলিয়ন বছর ধরে এই পৃথিবীর বুকে রাজত্ব করেছে প্রাণীটি। তারপর হঠাতই লুপ্ত হয়ে যায় বিশালকায় এই প্রাণীর দল। কিন্তু আজও বিশ্বের নানা দেশেই খুঁজে পাওয়া যায় তাদের ফসিল বা ডিম। সেরকমই কয়েকটি ডাইনোসরের ফসিল নিয়ে আগামী ১৯ নভেম্বর নিউইয়র্কের ম্যানহাটানে নিলামের আয়োজন করেছে বনহ্যাম।

আর সেই নিলাম ঘিরে বিভিন্ন মিউজিয়াম ও বিজ্ঞানীদের আগ্রহ এখন তুঙ্গে।

৬৭ মিলিয়ন বছর আগে, সেই ক্রিটেসিয়াস যুগে মরণপণ লড়াইয়ে নেমেছিল দুই ডাইনোসর। তাদের মধ্যে একটি মাংসাশী ন্যানোটিরানাস প্রজাতির, আর অন্যটি তৃণভোজী সেরাটোপসিয়ান। উত্তর আমেরিকার জলাভূমিতে সেই যুদ্ধে মৃত্যুর কোলে ঢলে পড়ে দুই ডাইনোসরই। কিন্তু প্রকৃতির খেয়ালে সময়ের ক্যাপসুলে আটকে যায় দুই যোদ্ধা।

নরম কাদায় আটকে ফসিলে পরিণত হয় তাদের দেহ। তারপর কেটে গেছে বহু যুগ। দুহাজার ছয়ে যুক্তরাষ্ট্রের মন্টানায় হেল ক্রিক অঞ্চল থেকে উদ্ধার হয় মৃত্যু আলিঙ্গনে আবদ্ধ সেই দুই ডাইনোসরের জোড়া ফসিল। বিজ্ঞানীদের কাছে এই ফসিল দুটির মূল্য অপরিসীম। কারণ ফসিল দুটি এতটাই অক্ষত যে কিছু কিছু জায়গায় এখনও চামড়ার অস্তিত্ব রয়ে গেছে।

সেরাটোপসিয়ানের ফসিলটি নতুন প্রজাতির ডাইনোসরের সন্ধান দিতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। ন্যানোটিরানাসের ফসিলটিও যথেষ্টই গুরুত্বপূর্ণ। এই ন্যানোটিরানাসকে ছোট টিরানোসরাস রেক্স বলেও অভিহিত করা হয়।

অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ডাইনোসরের ফসিল দুটি এবার নিলামে উঠতে চলেছে। আগামী ১৯ নভেম্বর নিউইয়র্কে এই নিলামের আয়োজন করা হয়েছে।

জোড়া ডাইনোসরের ফসিলের দাম রেকর্ড নয় মিলিয়ন ডলারে উঠতে পারে বলে আশা করছে নিলামকারী সংস্থা বনহ্যাম। একই সঙ্গে নিলামে উঠতে চলেছে আরও কয়েকটি ডাইনোসরের ফসিল। আপাতত সবকটি ফসিলই প্রদর্শিত রয়েছে ম্যানহাটানে বনহ্যামের দফতরে।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।