আমাদের কথা খুঁজে নিন

   

আলুর পর এবার লবনে টান

কলকাতায় আলু সংকটের পর এবার লবন সংকটের বিষয়টি নিয়ে বেশ বিপাকে পড়েছে সরকার। তবে এটা স্রেফ গুজব বলে জানিয়েছে সরকার। লবন নাই এই গুজবে বাজার থেকে লবন উধাও হয়ে গেছে। মানুষ এক বাজার থেকে অন্য বাজার ছুটা ছুটি করছে লবনের আশায়। গত দু'দিন ধরে স্রেফ গুজবের জেরে কলকাতা-সহ রাজ্যের বিস্তীর্ণ এলাকা থেকে লবণ উধাও হয়ে যাওয়ায় পশ্চিমবঙ্গ আলুনি হওয়ার জোগাড় হয়েছে।

এ অবস্থার সুযোগ নিয়ে পাইকারি দোকানদাররা চড়া দামে লবণ বিক্রি করছে। সেই দাম কেজি প্রতি একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত ছাড়িয়ে গেছে। টাকা থাকলেও অনেকে লবণ পাননি। কলকাতার বিভিন্ন শপিং মলেও লবণের দেখা মেলেনি। সাম্প্রতিক আলুর সঙ্কটে তবু মলগুলিতে আলু পাওয়া যেত।

রাতে শহরের বহু মুদি দোকানে গিয়েই শুনতে হয়েছে, লবণ নেই। থাকলেও দু-তিন গুণ দাম হেঁকেছে দোকানি। দু-টাকার প্যাকেটে যে নিম্নমানের লবণ পাওয়া যায় তা বিক্রি করা হচ্ছে পাঁচ-ছয় টাকা। লবণ সঙ্কটে জেলায় জেলায় মারামারি হানাহানির ঘটনাও ঘটেছে। পুলিশকে বহু জায়গায়ে উত্তেজনা থামাতে লাঠি পর্যন্ত চালাতে হয়।

উত্তরবঙ্গের ইটাহারসহ বিভিন্ন জায়গায় লবণ লুঠও হয়ে গিয়েছে। একসঙ্গে বেশি পরিমাণ লবণ সংগ্রহ করার জন্য বিভিন্ন বাজারে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় সাধারণ মানুষের মধ্যে।

শুধু উত্তরবঙ্গ নয়, কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও এদিন সকাল থেকে 'লবণ নেই, লবণ নেই' বলে গুজব রটে যায়। সেই গুজব যত ছড়িয়েছে, সর্বত্র ততই মানুষের মধ্যে যতটা সম্ভব লবণ সংগ্রহ করে রাখার জন্য হুড়োহুড়ি বেড়েছে। কলকাতার ছোট বড় বিভিন্ন দোকানে নুনের জন্য লম্বা লাইন পড়ে।

চড়া দামেই অনেকে লবণ কিনতে বাধ্য হন। ভালো লবণের বদলে অনেকে খারাপ মানের লবণই বেশি দাম দিয়ে কিনে আনেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।