আমাদের কথা খুঁজে নিন

   

তোমরা বৃক্ষের গুণে গুণান্বিত হও

I am waiting for someone and I know she will ever come.
ধর্ম নিয়ে বাড়াবাড়ি আগে ছিল এখনো আছে। মওলানা ভাসানী ছিলেন কঠোর ধামির্ক এবং অপরিমেয় অসম্প্রদায়িক। ধর্ম নিয়ে বাড়াবাড়িকে তিনি সংকীর্ণাতাই মনে করতেন। ৫ ওয়াক্ত নামাজসহ ধর্মীয় অনুশাসন পরিপূর্ণভাবে পালন করে অন্য ধর্ম মানুষের প্রতি্ যে সম্মান দেখানো যায়, ভালোবাসা যায় এবং সাহায্য করা যায় ভাসানী তার জীবন সংগ্রামে তা স্পষ্ট প্রমাণ করেছেন। তার স্বপ্ন ছিল টাঙ্গাইলে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা।

যে বিশ্ববিদ্যালয়ে করোসিন ও লবণ বাদে যা কিছু নিত্য ভোগ্য পণ্য সবই ক্যাম্পাসে শিক্ষার্থীরা উতপাদন করবে। পরবর্তীতে তার পরিপূর্ণ ইচ্ছানুযায়ী না হলেও টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে তিনি বলেছিলেন,"ইসলামী বিশ্ববিদ্যালয়ের সবাই হবে বৃক্ষের মত অসাম্প্রদায়িক। দেখো না, বৃক্ষ সবাইকে ফল দেয়, ছায়া দেয় আর বৃক্ষ প্রতিদান চায় না। বৃক্ষের গুণে গুণান্বিত হও, তাহলেই মানুষ হবে।

" বৃক্ষের গুণে গাণান্বিত এই মানুষটি ১৭ নভেম্বর আজকের দিনে ১৯৭৬ সালে চিরনিন্দ্রায় শায়িত হন। একই বছরে পল্লী কবি জসীম উদদীন, শিল্পাচায জয়নুল আবেদিন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, চীনের মহান নেতা মাও সেতুং ইহলোক ত্যাগ করেন। বিনম্র মমতায় তাদের প্রতি জানাই অসীম কৃতজ্ঞতা… সজিব তৌহিদ
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।