আমাদের কথা খুঁজে নিন

   

মাথার ভেতরে ঘুরছে চাকা ঘুরে ঘুরে ঘুরে ঘুরে

এইটা আমার ব্লগ।

ঘুরছে যেন রিক্সার চাকার মত চাকার ভেতরে চাকা কোন শুরু নেই কোন শেষ নেই একটা বৃত্তের মত একা যেন ফ্যান এর তিনটা পাখা একটা ভো কাট্টা ঘুড়ি ঘুরছে নাটাই এর পাকে তাকে ডাকছে চাঁদ এর বুড়ি যেন ঘড়ির ঘণ্টার কাটা পেরিয়ে যাচ্ছে মিনিটকে যেন পৃথিবী একটা আপেল ঘুরছে নিজের ভেতরে মাথার ভেতরে ঘুরছে চাকা ঘুরে ঘুরে ঘুরে ঘুরে যেন গোলক ধাধার মধ্যে আর একটা গোলক ধাধা তুমি পউছে গেছ কেন্দ্রে যেখানে চির আধার যেন সার্কাস এর মোটর সাইকেল ঘুরছে তার চক্রতে কংক্রিট মেঝেতে ওঠে ঢেউ একটা পাথরের আঘাতে দুটো ঘড়ির কাটা ঘুরছে কেও ছুঁতে পারেনা কাউ কে যেন পৃথিবী একটা আপেল ঘুরছে নিজের ভেতরে মাথার ভেতরে ঘুরছে চাকা ঘুরে ঘুরে ঘুরে ঘুরে ভুলে যাওয়া গান এর কলি মাথায় রয়েছে আটকে কেন সব হারিয়ে গেল কিছু কি ভুল করেছিলে ? সাগরের তীরে পা এর ছাপ লোনা পানি দেয় মুছে দুর থেকে আশা ধনি বেজে যায় বারে বারে দেয়ালে ভাঙ্গা ছবি ভুলে যাওয়া গান এর কলি স্মৃতির পর্দায় হারানো মুখ কত বার হাটা রাস্তার গলি যেন কিছু হয় নি শেষ ভেবেছ যা দিয়েছ ফেলে মাথার ভেতরে ঘুরছে চাকা ঘুরে ঘুরে ঘুরে ঘুরে কাল চুলের মিষ্টি সুবাস টেবিলে ভাঙ্গা চা এর কাপ চোখের কালশিটে লোনা অশ্রু মেঝেতে রক্তের লাল দাগ যেন গতকাল সেই স্পর্শ যেন দুঃস্বপ্ন থেকে জেগে হাত বাড়ালেই পাবে ছুঁতে যা আজ লক্ষ যোজন দূরে যেন ঘড়ির দুটি কাটা কখনো ছোয় না কোন প্রান্ত যেন চাকার মধ্যে চাকা যার নেই কোন আদি অন্ত যেন পৃথিবী একটা আপেল ঘুরছে তার নিজের ভেতরে মাথার ভেতরে ঘুরছে চাকা ঘুরে ঘুরে ঘুরে ঘুরে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.