আমাদের কথা খুঁজে নিন

   

মাথার চুল নাই হয়ে গেল বলে




সবার বংশের একটা না একটা গর্বের বিষয় থাকে । সুতরাং আমার বংশে এমন বিষয় থাকবে না তা কি করে হয় ? কিন্তু বিষয় টা নিয়ে গর্ব করব না দু:খ করব বুঝতে পারছি না । আমার
দাদা থেকে শুরু করে বাবা , চাচা , চাচাত ভাই , নিজের ভাই সবার মাথাতেই অল্প হলেও টাক রয়েছে । ছোট কালে শুনতাম মাথায় টাক খাকা হল ধনী হওয়ার লক্ষন . আমার বাবার মাথায় টাক দেখে তখন খুশিই হতাম । কিন্তু এখন সেই ধারনা ভুল প্রমানিত হয়েছে বরং সেটা এখন ভয়ে রূপ নিয়েছে ।

কিছুদিন আগে ২৬ বছরে পা দিলাম । যেই ভাবে চুল পরে যাচ্ছে তাতে করে আগামী বছর নিশ্চিত পুরা টাক হয়ে যাব তার উপর আমি এখনো বিয়া করি নাই , আর বর্তমান যুগের মেয়েরা স্মার্ট ছেলে ছাড়া বিয়া করে না | আর আমার যদি এই অবস্থা চলতে থাকে তাহলে বিয়ার চিন্তা বাদ দিয়ে চিরকুমার সংগঠন এ য়োগ দিতে হবে ((

তাই ব্লগের ডাক্তার ভাইদের কাছে জানতে চাওয়া " নতুন চুল উঠতে হবে না , য়ে গুলো আছে তা রক্ষা কবর কিভাবে ? "

( এক বছর আগের পোস্ট , বর্তমান অবস্থা বুঝাই যাচ্ছে )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.