আমাদের কথা খুঁজে নিন

   

বালকেরা তরুনী বশীকরনে অদম্য (রম্য)

একজন মানসিক রোগীর ব্লগে আপনাকে স্বাগতম!

1)বালক-বালিকা যখন দীর্ঘদিনের পরিচিত: বালক-তুমাকে একটা কথা বলব বলব করে বলা হয়নি! বালিকা-তো বলে ফেল ! বালক-আমি,আমি তুমাকে ভালবাসি :* ! বালিকা-ছিঃ!এই ছিল তুমার মনে?? আমি তুমাকে জাস্ট ফ্রেন্ড বলে ভেবেছি!! প্রেম-ট্রেম ওসব আমার পছন্দ না!! কিছুকাল পরে কোন এক হাদারাম/ইছমার্ট পোলার সহিত ঐ বালিকাকে প্রেম করিতে দেখিয়া বালক মহাশয় প্রেম না করিয়াও ছ্যাকা খাইবে।!অতঃপর গান ধরিবে,"প্রেমের সমাধি ছেড়ে....পাখি যায় উড়ে যায়!!(একশটা কান্নার ইমো হইবে)!! 2)এক বালিকার "আমার হিমু কি আসবেনা?",,"তুমার বুকের পশমে মাখাবা আমার চোখের কাজল!"" টাইপ স্ট্যাটাস পড়িয়া এক বালক রিকুয়েস্ট দিল বন্ধুত্বের।সাথে একখানা মেসেজ,,"আমি সুদু তুমার বুন্দু হতে চায়!" বালিকায় মজা লইবার নিমিত্তে বন্ধুত্ব করিল! একরাতে: বালক-আই ল্যাবু! বালিকা:লিসেন,,উই আর জাস্ট ফ্রেন্ডজ ! বাট তুমার আজকের ব্যবহারে জাস্ট শেম অন ইউ!! কয়েকদিন পর বালিকার টাইমলাইনে "ইন এন ওপেন রিলেশনশীপ" দেখিল বালক!! (চোখে সরষের ফুল দেখিবার ইমো হইবে) অতঃপর বালক ভাবিল,এই বালিকা তাহার সহিত ইচ্ছাকৃত প্রবঞ্চনা করিয়াছে।এই বলিয়া বালিকাকে খোয়াড়ে পুরিল বালক! (ইহা বালকের খোয়েড়ের এগারতম বালিকা ) তবে,,বালকেরা থামিয়া থাকেনা।আশায় বুক বাঁধিয়া চলিতে থাকে তাহাদের "তরুনী বশীকরন" অভিযান!!সত্যিই, "বালকেরা অদম্য"!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।