আমাদের কথা খুঁজে নিন

   

আজ আমি চন্দ্রগ্রস্ত

একজন সাধারণ বাঙ্গালী ।

চাঁদের আলোয় আজ আলোকিত চারদিক, আজ আমি চন্দ্রগ্রস্ত । তাইতো দু'চোখ ভরে দেখছি , পাশাপাশি বসে । কখনও মৃদু গানের সুর, কখনও বা তীব্র, কখনও শুধু চেয়ে দেখা, কখনও কিছু কথা । আহ! এভাবে চাঁদের আলোয় কেন জীবনটা পার হয়ে যায় না?! মুগ্ধ নয়নে তাকিয়ে আছি ।

দেখছি, আর দেখছি । কখনও মেঘের চাদরে কখনও বা আলোর ঝর্ণাধারায়, নাহ একা না , ঘুমকাতুরেদের দেখাতে ইচ্ছে হচ্ছে এ আলোর বন্যা । শীতের প্রকটতায় , লেপ মুড়ি দেয়াতে তুমি আজ বঞ্চিতদের দলে । নাহ মনে হয় আজ আমি একটু বেশিই চন্দ্রগ্রস্ত । একটু বেশি, নাহ অনেক বেশি ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।