আমাদের কথা খুঁজে নিন

   

ঝিনাইদহে টি-২০ বিশ্বকাপের টিকেট বিক্রিতে ঘাপলা

ঝিনাইদহ অগ্রনী ব্যাংকে টি-২০ বিশ্বকাপ ২০১৪ সালের টিকেট বিক্রিতে ব্যাপক ঘাপলাবাজীর অভিযোগ পাওয়া গেছে।
 
দিনরাত অপেক্ষা করেও টিকেট পাওয়া যাচ্ছে না, অথচ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের কাছে টিকেট মিলছে। টিকেট পাওয়া গেলেও তা নাগালের বাইরে। এদিকে টিকেট বিক্রি শুরু হওয়ার আগেই ভারত পাকিস্থান ম্যাচের টিকেট শেষ হয়ে গেছে।
 
জানা গেছে মধ্যরাত থেকে অপেক্ষার পরও ঝিনাইদহের ক্রিক্রেট প্রেমী দর্শকরা টি-২০ বিশ্বকাপ ২০১৪ সালের টিকেট পাচ্ছেন না।

ফলে বেলা বাড়ার সাথে সাথে দর্শকরা ক্ষুদ্ধ হয়ে উঠছেন।
 
এদিকে পরিস্থিতি মোকাবেলায় ঝিনাইদহ অগ্রনী ব্যাংক শাখায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঝিনাইদহ অগ্রনী ব্যাংক শাখার ব্যাবস্থাপক গোলাম মোস্তফা জানান, দেশের ৪৯টি শাখায় আসন্ন আইসিসি টোয়েন্টি ২০ বিশ্বকাপ ক্রিকেটের টিকেট ১৭ নভেম্বর থেকে বিক্রি হচ্ছে। ঝিনাইদহ অগ্রনী ব্যাংক শাখাতেও টিকেট বিক্রির জন্য ভারতীয় প্রতিষ্ঠান অট্রাবিট ও বিগট্রি ইন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা টিকেট বিক্রি করছেন। কিন্তু প্রথম দিন রোববার থেকেই প্রযুক্তিগত সমস্যার কারণে টিকেট বিক্রি করতে পারেন নি।

টিকেট বিক্রির সঙ্গে অগ্রনী ব্যাংক সরাসরি জড়িত না থাকলেও দর্শকদের চাপ সামলাতে গত দুই দিন হিমশিম খেতে হচ্ছে।
 
টিকেটির জন্য ভিআইপিদের তদ্বীরে স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে বলে ব্যাবস্থাপক গোলাম মোস্তফা জানান। এদিকে টিকেটের জন্য গতকাল মধ্যরাত থেকে অগ্রনী ব্যাংক ঝিনাইদহ শখার সামনে অপক্ষোমান কয়েকশ দর্শক টিকেট কিনতে না পেরে হতাশা প্রকাশ করেছে।
 
ঝিনাইদহ কেসি কলেজের ব্যবস্থাপনা বিভাগর ছাত্র নয়ন, রুবেল, একই কলেজের ছাত্র শামীম, খোরশেদ রুবেল, মুক্তি ও মিথুন কাছে অভিযোগ করে বলেন, প্রযুক্তি জ্ঞানে অদক্ষ লোকজনকে টিকেট বিক্রির দায়িত্ব দেওয়ায় ক্রিকেট প্রেমী দর্শকরা দুই দিনেও কোন টিকেট পায়নি।
 
গুঞ্জন নামে এক যুবক জানান, তিনিসহ তার ২০/৩০ জন বন্ধু গতকাল রাত ৩টা থেকে টিকেটের জন্য অগ্রনী ব্যংকের সামনে ধর্না দিলেও আজ দুপুর ১২টা পর্যন্ত কোন টিকেট পান নি।

ঝিনাইদহ অগ্রনী ব্যাংকে টিকিট বিক্রির দায়িত্বে নিয়োজিত ভারতীয় প্রতিষ্ঠান বিগট্রি ইন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড এর কর্মকর্তা পুলকেশ রায় প্রযুক্তিগত সমস্যার কথা স্বীকার করে জানান, গতকাল থেকে সার্ভারে কোন কাজ না করায় টিকেট বিক্রি করা সম্ভব হয়নি।
 
তিনি আরো জানান, আজ দুপুর ১২টার পর থেকে টিকেট বিক্রি করা হচ্ছে। এদিকে দর্শকরা অভিযোগ করেছেন, প্রতিদিন ৭০টি টিকেট বিক্রির কথা থাকলেও প্রযুক্তিগত সমস্যার দোহায় দিয়ে কম টিকেট সরবরাহ করা হচ্ছে। ফলে দর্শকরা ক্ষুদ্ধ হয়ে উঠছেন।


সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.