আমাদের কথা খুঁজে নিন

   

আশুলিয়া-গাজীপুরে শ্রমিক অসন্তোষ, কারখানায় ছুটি

ঢাকার অদূরে আশুলিয়া ও গাজীপুরে আজ মঙ্গলবারও শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। এসব জায়গায় পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ হয়েছে। অধিকাংশ কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী, শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, মজুরি বাড়ানোর দাবিতে আজ সকাল আটটার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় পোশাকশ্রমিকেরা একটি কারখানায় ইটপাটকেল ছোড়ে। এরপর জিরাবো, জামগড়া, বেরনসহ বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে।

জামগড়া, জিরাবো ও শিমুলতলী এলাকায় পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হচ্ছে।

একই দাবিতে সকাল সাড়ে আটটার দিকে গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ি এলাকায় কয়েকটি সোয়েটার কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। নিরাপত্তার দায়িত্বে থাকা শিল্প ও থানা পুলিশ তাঁদের বাধা দেয়। এসময় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছোড়ে শ্রমিকেরা। কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী সুপার শামসুর রহমান প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, সহিংসতার আশঙ্কায় কোনাবাড়ি ও কাশিমপুর এলাকার বেশিরভাগ কারখানায় আজ ছুটি ঘোষণা করা হয়েছে। বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক নুরুল ইসলাম জানান, উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকায় তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

গত কয়েকদিন ধরে আশুলিয়া ও গাজীপুরে শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে।  

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।