আমাদের কথা খুঁজে নিন

   

সকলকে খাটতে হবে, ফের কড়া বার্তা মমতার

প্রশাসনিক বৈঠকে বারবার সতর্ক করছিলেন তিনি। বলছিলেন, কাজ ফেলে রাখা চলবে না। এবার প্রকাশ্যে সাংবাদিকদের সামনেই প্রশাসনের ওপর চাপ বাড়ালেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট বলে দিলেন, কাজ ভাল না বাসলে কাজ করা উচিত নয়। কাজ ফেলে রাখা, দায়সারা ভাবে কাজ করা চলবে না।

সোমবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের একটি অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন, সরকারি কাজকর্মে দীর্ঘসূত্রিতার বদভ্যাস বদলাতে তিনি বদ্ধপরিকর এবং তার জন্য শুধু প্রশাসনিক কর্মকর্তাদের দোষ দেওয়া নয়, মন্ত্রীদের বার্তা দেওয়া নয় কিংবা কয়েকটি দফতরকে বিদ্ধ করা নয়, সামগ্রিকভাবে প্রশাসনের কর্মসংস্কৃতি নিয়েই এ দিন সরব হয়েছেন মমতা। চাপ বাড়াতে চেয়েছেন সরকারের প্রতিটি স্তরের কর্মীদের ওপরই। তার স্পষ্ট বক্তব্য পরিকল্পনাহীন সিদ্ধান্ত, বিবেচনা ছাড়া কাজ করা এবং মানুষকে অপেক্ষা করিয়ে রাখার অভ্যাস ছাড়তে হবে।

মমতার কথায়, খাটতে হবে। চোখকান খোলা রেখে কাজ করতে হবে।

দীর্ঘদিন ধরে ফাইল পড়ে থাকলে চলবে না। কাজ কারও জন্য অপেক্ষা করে না। কাজ ভাল না বাসলে কাজ করা উচিত নয়।

এ দিন মমতার কথায় স্পষ্ট ছিল, তার ক্ষোভ শুধু গ্রামের মেয়েদের মেডিক্লেম বা গোখাদ্য নিয়ে নয়। এই উদাহরণগুলো সামনে রেখে তিনি বার্তা দিতে চাইছেন গোটা প্রশাসনকেই।

মুখ্যমন্ত্রী হিসেবে যত কাজ করতে চাইছেন, বাস্তবে তা না হওয়ার পিছনে প্রশাসনিক গড়িমসিই যে অন্যতম কারণ, সেটা মমতা এ দিন ঠারেঠোরে বলেই দিয়েছেন। তার কটাক্ষ, সকালে উঠে বাজারে নুন আর আলুর জোগান ঠিক আছে কি না, সেটা দেখা আমার কাজ নাকি? তবু আমাকে সেটা করতে হয়। আমাকে তো জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সবই করতে হয়।

 

সূত্র: আনন্দবাজার

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।