আমাদের কথা খুঁজে নিন

   

টিমভিউয়ার ৮ প্রিমিয়াম দিয়ে এবার সবকাজ করুন সহজেই

টিমভিউয়ার৮ ব্যক্তিগত(personal) ব্যবহারের জন্য ফ্রি কিন্তু ব্যবসায়ী বা মিটিং এর জন্য ব্যবহারের ক্ষেত্রে এটি ট্রায়াল ভার্সন(সাতদিন) হিসেবে আসে।
এজন্য যে ভার্সনটি দেওয়া হলো সেটি ফুলভার্সন, অর্থাৎ আপনি এটি কম্পানি মিটিং/ কনফারেন্স ভিডিও কল, অডিওকল, একসাথে ২৫জনের সাথে স্ক্রিনশেয়ার করতে পারবেন,
স্কাইপিতে সিঙ্গেল পার্সন শেয়ারিং ফ্রি কিন্তু একাধিক ব্যক্তির সাথে কনফারেন্স করতে প্রিমিয়াম মেম্বার হতে হয়, তাছাড়া স্কাইপিতে স্ক্রীন শেয়ার করতে অনেক বেশী স্পীডের প্রয়োজন হয়, এর জন্য টিমভিউয়ার প্রিমিয়াম ভার্সনটি ইউজ করবো, আরেকটি কথা হলো যারা এতে অংশ নিবেন সবার একই ভার্সন হলে ভালো স্পিড এবং ফাইল শেয়ারিংএর স্পীড অনেক বেশী হবে,তাই আমাদের সকল শিক্ষার্থীদের আমাদের দেওয়া লেটেস্ট ফুল ভার্সন
সফ্টওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করার জন্য অনুরোধ করছি।
যেভাবে ফুলভার্সন করবেন/ইন্স্টল করবেন::(চিত্র-১থেকে ৯)
প্রথমে এখান থেকে  ফুলভার্সনটি ডাউনলোড করুন। এবার ডাউনলোড করার ফাইলটির উপর মাউসের ডানবাটন চাপুন>এক্ট্রাক্ট/আনজিপ করুন। চিত্রের মত
এখানে TeamViewer_Setup.exe এবং  read me first.html নামক দুটি ফাইল এবং Crack Premium নামে একটি ফোল্ডার পাবেন।


প্রথমে TeamViewer_Setup.exe ভার্সনটি কোনপ্রকার পরিবর্তন ছাড়াই, next>next এর মাধ্যমে ইন্স্টল করুন।
এবার teamviewer8 টি open/running থাকলে ওটা এক্সিট করে দিন, অনেক সময় ক্লোজ করার পরও task manager (Ctr+Alt+Del  চাপুন) এ একটিভ থাকে, তাই টাস্ক ম্যানেজার থেকেও ইন্ড করুন।
>>>এবার ডাউনলোড করা Crack Premium ফোল্ডারটি ওপেন করুন, সেখানে থাকা সবগুলো( তিনটি) ফাইল কপি করুন।
এরপর ডেস্কটপ কিংবা প্রোগ্রাম থেকে teamviewer8 শর্টকাট আইকন থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে properties এ যান। properties  এর নিচে open file location এ ক্লিক করে কপি করা ফাইল তিনটি ওখানে Past করুন।

Past করার সময় রিপ্লেস আসবে, সেক্ষেত্রে তিনটি ফাইলই copy and replace করুন।
ব্যস, আপনার সফ্টওয়্যারটি এখন ফুলভার্সন চাইলে এটা প্রিমিয়াম ভার্সনের সবসুবিধামত আজীবন ব্যবহার করতে পারবেন।
বি:দ্র: কপি/রিপ্লেস এর ক্ষেত্রে অনেক সময় কোন Destination folder access denied আসলে continue বাটনে ক্লিক করুন। এরপর folder in use আসলে skip করে যান।

 
 
 
 

 
 
 
 

 
 
 
 

 
 
 
 

 
 
 
 

 
 
 
 

 
 
 
 

 
 
 
 

 
 
 
 
একাউন্ট করবেন যেভাবে: (চিত্র: ৯থেকে ১২)
সফলভাবে ইনস্টল করার পর ডেস্কটপ কিংবা প্রোগ্রাম থেকে teamviewer8 প্রোগ্রামটি ওপেন করুন।


এবার নিচে ডানপাশে computer and contacts বাটনে ক্লিক করুন, আপনার আগের একাউন্ট থাকলে সেটাতে লগিন করুন, অথবা না থাকলে নিচে সাইনআপ থেকে নতুন একাউন্ট তৈরী করুন।
এবার নাম, ইমেইল পাসওয়ার্ড দিন,>নেক্সট বাটনে ক্লিক করুন, এবার কম্পিউটার নেম এ যেকোন একটা নাম দিন, যেকোন পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিন, এবার ইমেইল কনফার্মের জন্য আপনার ইমেইলে teamviewer থেকে একটা মেইল যাবে সেটা কনফার্ম করুন। computer and contacts  এর একটু নিচে মানুষ এবং একটা + আইকনসহ ছবিতে ক্লিক করে যেকোন কম্পিউটারের আইডি এবং পাসওর্য়াড দিয়ে আপনি এক বা একাধিক ব্যক্তিকে এড করে রাখতে পারেন।

 
 
 
 

 
 
 
 

 
 
 
 
যেভাবে মিটিং/কনফারেন্স/স্ক্রীনশেয়ারে অংশ নিবেন,(চিত্র:১৩)
আসলে মজার ব্যাপার হলো, টিউভিউয়ার স্ক্রিনটির স্ক্রিনশট নেওয়া যায় না, তাই মিটিং শুরু হওয়ার পরের স্ক্রীনশট(চিত্রগুলো) দেওয়া সম্ভব হয়নি।
 
প্রথমেই বলে রাখছি, আপনার স্পীড অবশ্যই ৫১২কেবিপিএস এর উপর হতে হবে, এবার টিউভিউয়ার ওপেন করলে উপরে দুটি অপশন পাবেন, বামপাশে connection মেনুর নিচে দুটি অপশন পাবেন-Remote control এবং meeting এখান থেকে মিটিং এ ক্লিক করুন।


এবার যে যার মিটিং এ অংশ নিবেন তার মিটিং আইডিটি দিন। Your name ফিল্ডে আপনার নিজের নামদিন।
দেখবেন কানেক্টশন হয়ে গেছে এবং মিটিং কম্পিউটারের স্ক্রীন দেখতে পারবেন।

 
 
 
 
এখানে মুলত আমাদের একদম নতুন ইউজারদের উদ্দেশ্য করে পোস্ট করা হয়েছে, তাই কিছু খুব সহজ পদক্ষেপগুলোও দেখানো হয়েছে, এতে এডভান্স ইউজারদের বিরক্তি এবং সময় নষ্টের জন্য দু:খিত। কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।


সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।