আমাদের কথা খুঁজে নিন

   

‘ভুঁইফোড়’ বিএনএফের নিবন্ধন বাতিল চায় বিএনপি

মঙ্গলবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “বিএনএফ নামক ভুঁইফোড় সংগঠনটির কিঞ্চিৎ অস্তিত্বের খবর দেশবাসী জানে না। বিএনএফ শব্দটি বিএনপি শব্দটির প্রায় সমধ্বনী সম্পন্ন।   জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্যই অত্যন্ত নোংরা রাজনৈতিক উদ্দেশ্যে বিএনএফকে নিবন্ধন দেয়া হয়েছে। ”
বিএনএফকে নিবন্ধন দেয়ায় নির্বাচন কমিশনের সমালোচনা করে অবিলম্বে এই সংগঠনের নিবন্ধন সনদ বাতিলের দাবি জানান তিনি।
এ সময় নির্বাচন কমিশনকে সরকারের ‘আজ্ঞাবহ’ প্রতিষ্ঠান হিসেবে অভিযোগ করে কমিশনের পদত্যাগের দাবিও তোলেন বিএনপির এই নেতা।


দশম জাতীয় সংসদ নির্বচনকে সামনে রেখে সোমবার বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টিকে (বিএনএফ) ৪২তম রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন।
এর আগেও এই দলকে নিবন্ধন দেয়ার বিরোধিতা করে বক্তব্য দিয়ে আসছিলেন বিএনপি নেতারা।
ফাইল ছবি রিজভী বলেন, গত ১১ জুলাই বিএনপির পক্ষ থেকে বিএনএফকে নিবন্ধন না দেয়ার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়েছিল।
ফাইল ছবি
“কিন্তু তারা আমাদের অভিযোগ গ্রাহ্য করেনি। ”
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিংয়ে রিজভী বলেন, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য যে সব শর্ত পূরণ করতে হয় তার কোনোটাই বিএনএফের নেই।


নির্বচান কমিশনের তদন্তেও ওই  সংগঠনের নিবন্ধন পাওয়ার মতো কোনো উপাদান বেরিয়ে আসেনি বলেও দাবি করেন তিনি।
“পোঁড়ো বাড়ির ভগ্নস্তূপে লুকিয়ে থাকা নাম না জানা কোনো এক অশরীরি প্রেত্মাত্মা বিএনএফের নামে ৩০০ আসনে প্রার্থী দেবেন বলেছে। এই প্রার্থী কি নির্বাচন কমিশনের মনোনীত না প্রধানমন্ত্রীর মনোনীত- এটা জাতি জানতে চায়,” বলেন তিনি।
বর্তমান নির্বাচন কমিশন কর্মকাণ্ডের মধ্য দিয়ে সাংবিধানিক নিরপেক্ষতার ভাবমূর্তি ক্ষুন্ন করেছে বলেও দাবি করেন রুহুল কবির রিজভী।
তিনি বলেন, “সরকার একতরফা নির্বাচনের নামে এখন গণতন্ত্রকে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়েছে।

প্রতিদিন নানা ধরনের ধোঁয়াশা সৃষ্টি করে প্রকৃত বাকশালের দিকেই তারা এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে সরকারের মনতুষ্টির জন্য নির্বাচন কমিশন একতরফা নির্বাচনের আয়োজনের কেয়ারটেকারের ভুমিকা পালন করছে। ”
নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে রিজভী বলেন,  তারা এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ের বর্ধিত অংশ হিসেবে কাজ করছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।