আমাদের কথা খুঁজে নিন

   

Wi-Fi ROUTER EXPERT রা একটু সাহায্য করুন।

এখন আমি অনেক চালাক, মানুষ চিন্তে ভুল করি না...... দু-চারটি ভাবের কথায়, কাওকে আর কাছে টানি না......

আমি একটা Wi-Fi Router কিনি TP-LINK এর। সব ঠিক ঠাক ভাবে SETUP করেছি। কিন্তু সমস্যা হল আমি মোবাইলে Wi-Fi দিয়ে চালানোর সময় ৫-৬ মিনিট পর পর Net এর Data Transfer কিছুক্ষণের জন্য off হয়ে যায়। অর্থাৎ Speed 0.00KB/s হয়ে যায়। আবার ২-৩ মিনিট পর Data Transfer শুরু হয়।

মাঝে মাঝে সময় বেশিও লাগে। আবার কম্পিউটার এর সাথে Direct Line টা আছে Router এর সাথে। তো অখানেও সেইম কাহিনি। কম্পিউটারে কখনো কোন কিছু Download দিলে দেখা যায় অনেকক্ষণ পর আর Downlaod চলে না। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়।

আবার ১-২ মিনিট পর Start হয়। এইটা কি Router এর সমস্যা নাকি Router Setting এর কোনো Setup এ সমস্যা??? যাদের কাছ থেকে BROADBAND নিছি তাদের কাছে যেয়ে কি SETTING করে আনতে হবে ROUTER??

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।