আমাদের কথা খুঁজে নিন

   

কিভাবে WiFi /Wireless Spot তৈরী করব?



১। বাসায় দুটি ল্যাপটপে PCMCIA Card দিয়ে গ্রামীন এবং সিটিসেলের আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করি। কিন্তু আমার মেয়ের XO Laptop এ View this link PCMCIA স্লট না থাকায় এবং অপারেটিং সিস্টেম ভিন্ন হওয়ায় ইউএসবি পোর্টেও কানেকশন দিতে পারছিনা। XO Laptop a ডিফল্ট হিসেবে Wireless Port রয়েছে অর্থাৎ WiFi /Wireless Spot তৈরী করতে পারলেই ল্যাপটপ কানেকশন পাবে। ২। বাংলাদেশে এ (ইউএসএ থেকে হলেও কিনে আনানো যাবে) কি এমন কিছু পাওয়া যাবে যেটা দিয়ে গ্রামীন/ সিটিসেলের মোবাইল ইন্টারনেট কানেকশনকে WiFi /Wireless এ রুপান্তরিত করা যাবে? Google এ সার্চ দিয়ে কিছু রাউটার পেলাম যেগুলো ব্রডব্যান্ড কানেকশনকে এ WiFi /Wireless এ রুপান্তরিত করে, কিন্তু আমার দরকার Edge/Zoom কানেকশন হতে WiFi /Wireless এ কনভার্টার। কেঊ সাহায্য করলে আমার মেয়েকে খুশি করতে পারতাম! ৩। সাহায্যকারীকে অগ্রিম ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.