আমাদের কথা খুঁজে নিন

   

রোনাল্ডো আজ দেশের হয়ে হ্যাট্রিক করেছে মেসি ইনজুরিতে সেই সুযোগে।

ভাঙ্গতে পারবে না আমি ভঙ্গুর নই। ছুঁতে পারবে না কভু যদি ক্ষিপ্র হই।

অনেক মেসি ভক্তরা দেখেছি কদিন ধরে বলে যাচ্ছে রোনাল্ডো এবার ফিফার ব্যালন ডি'অর পুরষ্কারটি পেলেও সেটি হবে মেসির ইনজুরিতে খেলতে না পারার কারণে। পর্তুগালকে একাই বিশ্বকাপে নিয়ে গিয়ে আজকেও রোনাল্ডো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো ফুটবল যে খেলতে জানে সে দেশের হয়েও খেলতে জানে, দেশের মাটিতেও খেলতে পারে আবার বিদেশের মাটিতেও। ভাল ফুটবল খেলতে পিছন থেকে জাভি ইনিয়েস্তার মত মহানায়কদের বল যোগান দেয়ার দরকার হয় না।

অসাধারণ পেলেয়াররা নিজেই দলকে সামনে থেকে এগিয়ে নেয়া যায়। ফুটবল খেলা দেখিয়েছে পেলে ম্যারাডোনা জিদান। ওদেরকেই গ্রেট বলা যায় মেসিকে নয়। কারণ একটা বাঘ নিজের বনেও বাঘ অন্যের বনেও বাঘ। আজকে এটুকুই।

আশা করি মেসি ভক্তরা রোনাল্ডোর দেশের হয়ে খেলা ম্যাচগুলোর পারফর্মেন্স দেখে রোনাল্ডো সম্পর্কে কটুক্তি করবে। ইউরোতে পর্তুগালের হয়ে একাই লড়ে গেছিলো, যদিও কোচের বোকামীর কারণে ট্রাইবেকারে আউট হয়ে গেছিলো পর্তুগাল। কিন্তু হল্যান্ডের সাথে ম্যাচে রোনাল্ডোর খেলা http://www.youtube.com/watch?v=mmxJjQ8YA-A আজও চোখে লেগে আছে। মেসির অনেক খেলাই দেখেছি, কিন্তু একাই একটা দলকে টেনে নিয়ে যাওয়া দেখতে পাইনি। জিদানকেও দেখেছি অনেকবার।

গত ২ ম্যাচে ৪টি গোল করেছে পর্তুগাল ৪টিই করেছে রোনালদো। মেসি ইনজুরিতে না থাকলে রোনাল্ডো ৪ গোল দিতে পারতো না। এবছরের ৬৬ গোল এসেছে মেসির ইনজুরির কারণেই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.