আমাদের কথা খুঁজে নিন

   

কলম্বিয়ার সঙ্গে ড্র অপরাজিত নেদারল্যান্ডসের

কলম্বিয়ার ডিফেন্ডার পাবলো আর্মেরোর সঙ্গে সংঘর্ষের কারণে সরাসরি লালকার্ড দেখেন জারমেইন লেন্স।
গত শনিবার জাপানের সঙ্গে ২-২ গোলে ড্রয়ের পর দলে চারটি পরিবর্তন এনেছিলেন লুই ফন গাল। বিশ্রামে ছিলেন আরিয়ান রবেন।
আর বৃহস্পতিবার বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে জেতা দলে তিনটি নতুন মুখ আনেন কলম্বিয়ার কোচ হোসে প্যাকারম্যান।
মঙ্গলবার রাতে আমস্টারডাম অ্যারেনায় স্বাগতিকদের শুরুটা ছিল দারুণ।

সপ্তম মিনিটে রাফায়েল ফন ডার ফার্টের দূরপাল্লার শট বারে লেগে ফেরার পর ফিরতি বলে সিম ডি ইয়ংয়ের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
প্রথমার্ধের ৩৫ মিনিটে কলম্বিয়ার বক্সে আর্মোরোর মুখে হাত তোলায় মাঠ ছাড়তে হয় ডায়নামো কিয়েভের স্ট্রাইকার লেন্সকে। অবশ্য এর আগে আর্মেরো পা চালালেও তা চোখ এড়িয়ে যায় রেফারির।
দ্বিতীয়ার্ধের শুরুতেই রাদামেল ফ্যালকাও জ্বলে উঠলে স্বাগতিকদের পরীক্ষা নেয় কলম্বিয়া। নেদারল্যান্ডসও কয়েকটি গোলের সুযোগ নষ্ট করলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।


শনিবার আগের প্রীতি ম্যাচে জাপানের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল নেদারল্যান্ডস।
এ বছর ১২টি ম্যাচ খেলে নেদারল্যান্ডস জিতেছে সাতটিতে, ড্র হয়েছে পাঁচটি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।