আমাদের কথা খুঁজে নিন

   

উভয় পুঁজিবাজারেই সূচক ঊর্ধ্বমুখী

দেশের দুই পুঁজিবাজারেই সূচকের উত্থান অব্যাহত রয়েছে। সকাল সাড়ে ১০ টায় লেনদেন শুরুর দুই ঘণ্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। টাকার পরিমাণেও লেনদেনে রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুপুর সাড়ে ১২টায় ব্রড ইনডেক্স বেড়েছে ৯০ পয়েন্ট আর লেনদেন হয়েছে ৪০৫ কোটি ৮০ লাখ টাকার। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৫৭ পয়েন্ট, লেনদেন হয়েছে ৩৮ কোটি ২০ লাখ টাকার।

ডিএসই: লেনদেনের দুই ঘণ্টায় ব্রড ইনডেক্স ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৪৩৭০ পয়েন্টে। এ সময়ে মোট ২৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯০টি, কমেছে ৬৮টি আর অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ারের দাম। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৪০৫ কোটি ৮০ লাখ টাকার।

সিএসই: সাড়ে ১২টায় সূচক ১৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৮৫২৭ পয়েন্টে।

এ সময়ে মোট ১৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ৪৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের দাম। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩৮ কোটি ২০ লাখ টাকার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.