আমাদের কথা খুঁজে নিন

   

কবি সুফিয়া কামালকে নিয়ে।

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

(লেখেছে লিটন চন্দ্র ভৌমিক) জননী সাহসিকা’ কবি সুফিয়া কামালের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ।যে সময়ে নারীদের জীবন কাটতো বন্দীদশায়, মেয়েদের পড়ালেখা ছিল অকল্পনীয় দুঃসাহসের নাম। ... সেই সময়ে এই মহীয়সী নারী সংগীত শিখেছেন; অনেকগুলো ভাষা শিখেছেন; অবিরাম লিখালেখি করেছেন; পত্রিকার সম্পাদিকা ছিলেন; শিশুদের নিয়ে কাজ করেছেন; সকল আন্দোলন সংগ্রামও করেছেন; গোটা পঞ্চাশেক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দায়িত্বেও ছিলেন; বিশাল পরিবারও শামলিয়েছেন... ... কত কত করেছেন। ... ... আপনাদের অতকিছু করতে হবে না; প্লিজ আপাতত 'অভ্র' বা 'বিজয়' দিয়ে বাংলায় লেখার পদ্ধতিটা শিখেন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।