আমাদের কথা খুঁজে নিন

   

এইচটিমেইল ও এইচটিমেইল ৫ এবং সিএসএস ও সিএসএস ৩ এর চেইন টিউন ১

সবাই কেমন আছেন......? টেকটিউন এ এটাই আমার  ২য় টিউন.........। কোনো  ভূলত্রুটি হলে নিজ গুনে ক্ষমা করে দিবেন......।
ওয়েব ডিজাইন হলো ওয়েব পেজ কে ডিজাইন করা এটা আমরা সবাই ই জানি। কিন্তু পেইজ ডিজাইন করার সময় খেয়াল রাখতে হবে যে আপনার পেইজ টা কেউ যেন ব্রাউজ করতে গিয়ে আসস্তি না পড়ে। দেখবেন অনেক পেইজ এ ডুকে বেসিখন থাকতে ইচ্ছা করে না।

কেন হইতবা আপনি নিজে ও জানেন না। কারন তা হল পেইজ এর কালার কম্বিনেশন। আমার মতে বেশি লাইট কালার ইউজ না করাই ভাল।
১০০ টির ও বেসি ওয়েব পেজ কেটাগোরি আছে। মটেও ভয় পাবার কোন দরকার নাই।

অল্পো কিছু কেটাগোরি জানলে ই যথেস্ট। নিম্নে কিছু ওয়েব পেজ কেটাগোরি দেওয়া হল। এ গুলি মনে রাখার চেষ্টা করবেন-
এইচটিমেইল হল হাইপার টেক্সট মারকাপ লাঙ্গুয়াগে। এক কথায় আমরা ওয়েব পেইজ এর জা দেখি সব এ এইচটিমেইল। এইচটিমেইল হল ওয়েব ডিজাইন এর মা।

এইচটিমেইল ছাড়া ওয়েব ডিজাইন সম্ভব না।
সিএসএস হল ক্যাসকেডিং স্টাইল সিট। এর কাজ হল এইচটিমেইল কে বিভিন্ন স্টাইল এ প্রদর্শন করা।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।