আমাদের কথা খুঁজে নিন

   

সেনাকুঞ্জের অনুষ্ঠানে যাননি খালেদা

গত বছর বাদ দিলে বর্তমান সরকারের সময় এই পর্যন্ত তিন বার সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অনুপস্থিত থাকলেন সাবেক এই প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সেনাকুঞ্জে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী, কূটনীতিক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ওই অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে বিরোধী দলীয় নেত্রী না গেলেও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
বিএনপির কয়েকজন নেতার কাছে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে খালেদা জিয়ার অনুপস্থিতির কারণ জানতে চাওয়া হলে তারা এবিষয়ে কিছু বলতে পারেনি।


২০১২ সালে সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের অনুষ্ঠানে খালেদা জিয়া শুধু গত বছর সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিরোধী দলীয় নেত্রী। তবে ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কোনো কথা হয়নি।
২০১২ সালে সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের অনুষ্ঠানে খালেদা জিয়া
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে দেখা হয় দুই নেত্রীর। ওই সময় কুশল বিনিময়ও হয় তাদের মধ্যে।
তবে সেনানিবাসের বাড়ি হারানোর পর ২০১০ ও ২০১১ সালে সেনাকুঞ্জের অনুষ্ঠানে খালেদা জিয়াকে দেখা যায়নি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.