আমাদের কথা খুঁজে নিন

   

টক'শো'র প্রশ্ন শুনে শরীর রাগে-ক্ষোভে শরীর রি রি করে উঠলো

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে।

একটা জিনিস খেয়াল করলাম, দর্শকরা ভারতীয় টিভি চ্যানেল দেখে সিরিয়াল নাটকের জন্য আর দেশি চ্যানল দেখে টক শো’র জন্য। দুইটারই শেষ পরিনীতি হচ্ছে শূন্য স্থিতি। তবুও দর্শক ধরে রাখার জন্য তাদের প্রচেষ্টার কমতি নেই। যেমন আজকে একটা টিভি চ্যানেলে দেখলাম, নানা স্থান থেকে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশ্ন করছেন আর উত্তর দিচ্ছেন, নুরুল কবির, বাসদ নেতা খালেখুজ্জামন, আ’লীগ নেতা অধ্যাপক আবু সাঈদ আর মাফুজ উল্লাহ।কোন সন্দেহ নেই অধিকাংশ প্রশ্নকর্তার প্রশ্নে এই নষ্ট নারজনীতির দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসার আখাঙ্খাই প্রতিফলিত হয়েছে। তবুও প্রশ্নের ধরণ দেখে রাগে ক্ষোভে আমার শরীর রি রি করে উঠেছে।এত সস্তা, অগভীর, অন্তঃসারশূণ্য প্রশ্ন, যেন কোন শিশু খেলার ছলে তার বাবার কাছে জানতে চায়ছে, গরুকে গরু বলে কেন?’আমরা এমন রাজনৈতিক জ্ঞানশূন্য বলেই, শাসকশ্রেণী আমাদের উপর এমন ফ্যাসিবাদী শাসন কায়েম করতে পারে, দেশকে ভাবতে পারে স্বামী আর বাপের তালুক। সত্যিই যদি এই ফ্যাসিবাদী রাজনীতির দুষ্টচক্র থেকে আমরা বেরুতে চায়, তবে আমাদের কান্ডজ্ঞান একটু বাড়ানোর প্রয়োজন আছে বইকী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।