আমাদের কথা খুঁজে নিন

   

শরণদের চেষ্টায় হাসিনা টিকবে না: আব্বাস

শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলীয় জোটের সমাবেশে ভারতীয় হাই কমিশনারের নাম উল্লেখ করে তিনি  বলেন, “পঙ্কজ শরণরা যত চেষ্টাই করুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে পারবে না। ”
মির্জা আব্বাস বলেন, “পত্রিকায় দেখছি, পঙ্কজ শরণ লম্বা লম্বা কথা বলছেন। বাংলাদেশে নাকি তাদের স্বার্থ রয়েছে।
“এজন্য ভারতীয় ওই রাষ্ট্রদূত পঙ্কজ শরণ এরশাদ, নির্বাচন কমিশন ও সরকারের মন্ত্রীদের বাসায় বাসায় বৈঠক করছেন। তাকে বলব, আপনি  কেবল নিজের স্বার্থই দেখছেন।

এদেশের জনগণের স্বার্থ রক্ষার কথা আপনি বলছেন না। ”
নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনৈতিক অস্থিরতার মধ্যে গত মাসের শেষ দিকে নয়া দিল্লি সফর করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা। এরপর বাংলাদেশ ঘিরে যুক্তরাষ্ট্র ও ভারতের অবস্থান নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়। কথা বলেন দুই দেশের কূটনীতিকরাও।

বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারত ‘অভিন্ন’ অবস্থানে রয়েছে মার্কিন কূটনীতিকরা দাবি করলেও ভারতের পক্ষ থেকে তা নাকচ করে বলা হয়, বাংলাদেশে যে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে তারা।

এদেশের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
সম্প্রতি ভারতীয় হাই কমিশনার সাংবাদিকদের জানান, বাংলাদেশে চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে তাদের আলোচনা চলছে।  
সমাবেশে মির্জা আব্বাস বলেন, “আমি আগেও অনেক বক্তৃতায় বলেছি, আওয়ামী লীগকে ভারত ক্ষমতায় আনতে চায়। এজন্য পঙ্কজ শরণরা লাফালাফি করছেন। ”
তিনি বলেন, “আনন্দবাজার পত্রিকায় এসেছে, ভারত আওয়ামী লীগের পক্ষ নিয়েছে।

তারা আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে চায়। এভাবে ক্ষমতায় আনা হবে বেআইনি পথ। দেশের মানুষ তা হতে দেবে না। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.