আমাদের কথা খুঁজে নিন

   

আসুন এন্ড্রয়েড ফোনে USB HOST কেবল তৈ্রী করি কোন টাকা খরচ ছাড়াই আর পেন্ড্রাইভ কার্ড রিডার USE করি মনের আনন্দে

 আসসালামু আলাইকুম।
বন্ধুরা সবাই কেমন আছেন?
আমি আপনাদের দোয়াই ভালোই আছি...
আজকে আমি আপনাদের দেখাবো এন্ড্রয়েড ফোনে কিভাবে USB HOST কেবল বানাতে হয়। তাও আবার ফ্রি......

এন্ড্রয়েড ফোনের USB HOST সিস্টেমটা একটি অসাধারন সিস্টেম।   
USB HOST কেবল  এর মাধ্যমে আপনি পেন্ড্রাইভ , মেমরি কার্ড, যেকোন Removable Storage Devices ব্যাবহার করতে পারবেন।
বাজারে USB HOST কেবল কিনতে পাওয়া যাই, দাম ১৫০ থেকে শুরু ...
কিন্তু যদি আমরা বাড়িতেই বিনা টাকাই বানাতে পারি তবে তো টাকাও লাগলো না আবার নিজের হাতে বানানো জিনিসের মজাই আলাদা।


তাহলে বন্ধুরা শুরু করা যাক????
আমাদের সবার  বাড়িতেই নিশ্চয় নিচের মত USB চার্জার আছে?

 
যদি না থাকে তবে আপনার পরিচিত যে কারোও নস্ট USB চার্জার দিয়েই কাজ চালাইয়ে নিন।
আর যদি কারো কাছে নাও পান তবে বাজারে গিয়ে  USB Micro-B  কিনতে হবে ।

উপরে ছবিটাই হলো USB Micro-B 
 
এবার USB চার্জারের  তারের কালার ঠিক রেখে তাতাল / হাত দিয়ে  লাগাইয়ে দিইয়ে নিচের চিত্রের মত করে লাগাই।
 

 
বন্ধুরা এই হয়ে গেলো USB HOST কেবল ...
কত্ত সহজ তাইনা?
বন্ধুরা আজ এ খানেই শেশ করছি। আগামি টিউনের জন্য আগাম দোয়া চাচ্ছি,
বন্ধুরা আপনার যদি এই টিউনি একটুও যদি ভালো লাগে তবে কমেন্ট করবেন প্লিজ।


কোন প্রব্লেম হলে জানাবেন
আমি ফেসবুক এ https://www.facebook.com/maruf.cse.5
আমাকে ইমেইল করতে -  marufcse2010@gmail.com
0k আল্লাহ হফেজ।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১৬ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.