আমাদের কথা খুঁজে নিন

   

দামুড়হুদায় চাঁদার দাবিতে বোমা হামলা

ইটভাটা মালিকের কাছ থেকে চাঁদার দাবিতে দামুড়হুদার ধান্যঘড়া গ্রামের নদী ব্রিকসে বোমা হামলা করেছে একদল সন্ত্রাসী। শুক্রবার দিনগত রাত ১১টার দিকে এ বোমা হামলার ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। তবে, বোমার শব্দে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) ফকির আজিজুর রহমান জানান, দামুড়হুদার ধান্যঘড়া গ্রামের নদী ব্রিকসে শুক্রবার রাতে ৮-১০ জনের একদল মুখোশধারী সন্ত্রাসী এসে ইটভাটার মালিকের খোঁজ করে।

সে সময় সেখানে ইটভাটার দুজন নৈশপ্রহরী ছিল। তাদের কাছে সাত দিনের মধ্যে দেড় লাখ টাকা চাঁদা দিতে হবে বলে জানিয়ে ইটখোলা অফিসের সামনে একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে চলে যায় সন্ত্রাসীরা। ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ এলাকা পরিদর্শন করেছে।

ওসি জানান, বিস্ফোরিত বোমাটি ছিল সাউন্ড বোমা। শব্দ ছাড়া ওই বোমা হামলায় কারো কোনো ক্ষতি হবে না।

এ ঘটনার সাথে যারা জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।