আমাদের কথা খুঁজে নিন

   

এগিয়ে চলেছেন কামরুজ্জামান

ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিএসসি) দিচ্ছেন অদম্য দৃষ্টিপ্রতিবন্ধী কামরুজ্জামান মিঞা (১৮)। তিনি পরীক্ষা দিচ্ছেন শ্রুতিলেখকের সহায়তায়। অন্বেষা প্রতিবন্ধী বিদ্যালয়েরর দৃষ্টিপ্রতিবন্ধী কামরুজ্জামান লেখাপড়া করে প্রতিষ্ঠিত হতে চান। তার বাবা পান-সিগারেটের দোকানি মাহাতাব মিঞা জানান, সাড়ে তিন বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারায় কামরুজ্জামান। ২০০৪ সালে তাকে শহরের অন্বেষা প্রতিবন্ধী বিদ্যালয়ে ভর্তি করা হয়। শুরুতে অনিয়মিত থাকলেও গত চার বছর সে নিয়মিত পড়ালেখা করে এবং বিদ্যালয় কর্তৃপক্ষ তার পড়ালেখার খরচ বহন করে। পরীক্ষা কেমন হলো- বৃহস্পতিবার পরীক্ষা শেষে কামরুজ্জামানের কাছে জানতে চাইলে হেসে বলে, ভালো হয়েছে। অন্বেষা প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালক মনিরা আহমেদ বলেন, কামরুজ্জামান খুব সহজে পড়া আয়ত্ত করতে পারে। সে কৃতিত্বের সঙ্গে প্রাথমিক সমাপনী পরীক্ষা পাস করে উচ্চতর ক্লাসে ভর্তি হতে চায়।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.