আমাদের কথা খুঁজে নিন

   

*কালার সাইকোলজি*(রঙ পছন্দে ব্যক্তিত্বের বৈশিষ্ট্য) পর্ব -১।

ভালোকে আমার ভয়,ভালো বেশীদিন থাকবেনা... মন্দকে আমার ভয়, কেননা আমি দুর্বল, আঘাত সইতে পারবোনা... সাফল্যকে আমার ভয়, ব্যর্থতাকেও ভয়... নিরন্তর ব্যস্ততার মহাকালে আমার করণীয় কিছুই নেই... যোগ্যের পৃথিবীতে আমি অযোগ্য, অধম...
প্রতিটা রঙের নিজস্ব অর্থ আছে, এমনকি ব্যক্তির রঙ পছন্দের ক্ষেত্রে ব্যক্তিত্বের বিশেষ কিছু বৈশিষ্ট্যও বোঝা যায়!! সব অবশ্য নেটের তথ্য। ভুলভাল থাকলে এই বান্দা দায়ী নন। কিছু রঙের উল্লেখযোগ্য কিছু তথ্য তর্জমা করছি। ফিরোজা, নীল, বাদামী, ম্যাজেন্টা ইত্যাদি কিছু রঙ আপাতত ব্ল্যাক লিস্টেড। তর্জমা করতে বসে দেখি শরীর খারাপ লাগে।

এরপর জ্বর ১০২। সব অলক্ষ্মীর বস্তা। ধূসর আমার পছন্দের। তাই সবার আগে আমার অনেকখানি মিলেছে। বলা আছে, সব নাও মিলতে পারে।

বলে ফেলুন আপনি কোথায় আছেন! ধুসরঃ ধূসর রঙ নিরাপত্তা, নির্ভরতা, ধীশক্তি,সংযম, উৎকর্ষ, পরিপক্বতা, রক্ষণশীলতা, বাস্তববাদীতা আর বিষণ্ণতার পরিচায়ক। এই রঙকে মূলত শুদ্ধতা এবং পরিশীলিত মানসিকতার রঙ হিসেবে গণ্য করা হয়। ধূসর অস্পষ্ট, নিয়ন্ত্রিত, এবং সমঝোতার বৈশিষ্ট্যমণ্ডিত, সম্ভবত এজন্যে যে এটি আসলে সাদা আর কালোর মধ্যবর্তী অবস্থা। বিচলিত করে, কখনো কখনো আকাঙ্ক্ষা তৈরি করে। যদি ধূসর কারো প্রিয় রঙ হয়ে থাকে, তবে সে ঠিক পথের মাঝামাঝি রকমের মানুষ; শান্ত, স্থির,রক্ষণশীল, এবং আস্থাভাজন।

নীরবতার সাথে মিলেমিশে থাকার প্রবল চেষ্টা করে। ধূসররঙপ্রেমী দুর্বোধ্য এবং অস্পষ্ট চরিত্রের অধিকারী। বাইরের বিশৃঙ্খল পৃথিবী থেকে নিজেকে বাঁচিয়ে চলতে চায়। মানুষের সংস্পর্শে অস্বস্তিতে ভোগে। কোলাহল, আড্ডা এড়িয়ে চলে, কারণ তার মনে হতে থাকে, সে কোথাও মানানসই না।

তার কাছে মর্যাদা ধরে রাখাটা খুব প্রয়োজনীয় বিষয়। কর্মক্ষেত্রে নিরাপদ এবং সামঞ্জস্যপূর্ণ পদমর্যাদা আশা করে। নিজেকে অবিচল রাখতে যে কোন কিছুর সাথে আপোষে দ্বিধা করে না। এরা শান্ত, বাস্তববাদী। ফোকাসে আসতে পছন্দ করে না।

আবেগবিবর্জিত চরিত্রের অধিকারী। উত্তেজনা, আনন্দ, কারো সামনে প্রকাশ করে না। ছোট বড় যে কোন কাজে কঠোর পরিশ্রমী এবং কাজের প্রতি অনুগত। পোশাক নির্বাচনে মাঝে মাঝে ধূসরের সাথে অন্য কোন উজ্জল রঙের মিশ্রণ বেছে নেয়; কারণ অবচেতনমনে সে প্রমাণ করতে চায় যে সে সবসময় নিরানন্দ নয়। এরা প্রায়শই যে কোন জিনিসের প্রতি অহেতুক তির্যক এবং নেতিবাচক ধারণা পোষণ করে।

আবেগতাড়িত কোন কিছুই এদেরকে ব্যথিত করেনা, কারণ আবেগ অনুভূতি তাদের নিজের আয়ত্তে। এরা স্পষ্ট ফয়সালা করতে সক্ষম এবং ভাল সমালোচক, কারণ এদের বিচারে আবেগের স্থান নেই। স্বাধীনচেতা এবং স্বতন্ত্র মনোভাবের অধিকারী হবার কারণে এরা জড়িত হয়ে কাজ করতে পছন্দ করে না । অনুকূল পরিবেশ পায় কিন্তু দূরদৃষ্টিতার অভাবে প্রায়শই ভাল কাজের সুযোগ হারায়। পছন্দের রঙের বিচারে ব্যবসায়িক ক্ষেত্রে ধূসর রঙ পছন্দকারী স্বয়ংসম্পূর্ণ উৎসৃষ্ট কর্মী এবং ব্যক্তিজীবনে একজন দ্বিধাজড়িত নিঃসঙ্গ মানুষ।

সাদাঃ পবিত্রতা, নির্মলতা, নিরপেক্ষতা সাদা রঙের অন্যতম বৈশিষ্ট্য। সাদা রঙ নিষ্ঠা, সরলতা, নম্রতা, স্পষ্টতা, পূর্ণতা, এবং শান্তির প্রতীক। সাদা বাধা প্রতিবন্ধকতা এড়াতে উৎসাহ দেয়, কর্মে ও চিন্তায় শুদ্ধতার আহ্বান করে। প্রিয় রঙের তালিকার শীর্ষে যদি সাদা রঙকে রাখেন, তবে বলা যায় আপনার অবচেতন ইচ্ছে নিজের মধ্যে সরলতা ধরে রাখা; স্বাধীন এবং স্বনির্ভর হওয়া যেন অন্য কারো উপর নির্ভর করতে না হয়। আপনি পবিত্রতার নিখুঁত মান মেনে চলতে ভালবাসেন এবং নিজের আদর্শ নিয়ে অন্যের কাছে সম্মানিত থাকতে চান।

আপনি দূরদৃষ্টিসম্পন্ন এবং আশাবাদী মানুষ। বিচক্ষণ, সুবুদ্ধিসম্পন্ন এবং জ্ঞানী। আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনি সতর্ক। কাজ করার আগে ভাবেন, অস্থিরপ্রবণতা আপনার স্বভাববিরোধী। যখন ইতিবাচক মনোভাবে থাকেন, আপনি আত্মপ্রত্যয়ী, কিন্তু আঘাত পেলে খুঁতখুঁতে স্বভাব প্রকাশ পায়।

নিজের এবং অন্যের সমালোচনা করেন, কিন্তু একইসাথে ন্যায়সঙ্গত থাকার চেষ্টাও করেন। অন্য কারো সাহায্যে স্বাচ্ছন্দ্য বোধ করেন না এবং এই স্বভাবের কারণে নিঃসঙ্গতায় ভুগতে পারেন। নিজেকে নিখুঁতভাবে অন্যের সামনে উপস্থাপন করার জন্যে নিজের দোষত্রুটি সযত্নে আড়ালে রাখেন। মাঝে মাঝে লাজুক স্বভাব প্রকাশ পেতে পারে, তবে সেসব ক্ষেত্রে ব্যাপারটি বাহ্যিক; যে কোন বিষয়ের ক্ষেত্রে দৃঢ় বিশ্বাসকে সবার সামনে তুলে ধরার আপনি সর্বদা মনে মনে সুযোগসন্ধানী । খোলাখুলি স্বভাবের হওয়াটা আপনার জন্যে কঠিন।

কালোঃ কালো রঙ কতৃত্বপূর্ণ, কারণ, কালো রঙ গভীর অনুভূতি তৈরি করে এবং এই রঙের আধিক্য অপ্রতিরোধ্য চেতনা জন্ম দেয়। কালো আদিম শূন্যতার পরিচায়ক। বেশভূষার জন্যে কালো রঙকে ক্লাসিক হিসেবে গণ্য করা হয়। কারণ, কালো পোশাক পরিহিত মানুষকে তুলনামূলকভাবে হাল্কা গড়নের এবং বাস্তববুদ্ধিসম্পন্ন দেখায়। কালো রঙ মূলত শক্তি, ফাঁকি, নিখুঁত, সৌষ্ঠব, ধনাঢ্যতা, রহস্যময়তা, অশুভ, গভীরতা, বিমর্ষতা, আক্ষেপ, ক্রোধ, শোক, যৌন আবেদন, মৃত্যু ইত্যাদির পরিচয় বহন করে।

কখনও কখনও স্নিগ্ধ রিক্ততার অনুভূতি জাগায়। কালো রঙ প্রিয়? অনুভূতির নিরাপত্তাহীনতা থেকে বাঁচতে আবেগ আরও নিয়ন্ত্রণে আনা প্রয়োজন। ক্ষমতা এবং মর্যাদা তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। এরা সাধারণত দৃঢ় মানসিকতার অধিকারী; নিয়ন্ত্রন করতে ভালোবাসে। কালো রংপ্রেমী হিসেবে এরা গোঁড়া মনোভাবের হতে পারে।

নিজের ভালোর জন্যে সিরিয়াস। " আনন্দের জন্যেই জীবন" এমনটাই বিশ্বাস করতে ভালবাসে। স্বার্থে আঘাত লাগলে এরা সহকর্মী , এমনকি বন্ধুবান্ধবের উপরেও আক্রমণাত্মক স্বৈরাচারীর মতো আচরণ করতে পারে। এরা ভাবপ্রবণ নয়। উচ্চশ্রেণীর লোকজনের সামনে এরা সম্ভ্রান্ত এবং বাস্তবধর্মী রূপে নিজেকে উপস্থাপন করতে সচেষ্ট।

নিজের অনুভূতি নিজের মধ্যে ধরে রাখে এবং যথেষ্ট আন্তরিকতার সাথে মানুষের কাছ থেকে দূরত্ব রাখতে ভালবাসে। অহংবোধ রেখে চলাফেরা করে। কাজের ক্ষেত্রে নীতি মেনে চলে। শেষ মুহূর্ত পর্যন্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার আপ্রাণ চেষ্টা করে থাকে। কালো রঙের পোশাক এদের জন্যে স্বস্তিদায়ক মনে হয়, বিশেষ করে কৈশোর এবং যৌবনে, যখন এরা নিজের সত্য রঙ খুঁজতে থাকে, নিজেকে চিনতে থাকে।

এমনও হতে পারে যে সে সমাজ কিংবা পরিবারের অবাধ্য। হতে পারে সে তার ইচ্ছে আকাঙ্ক্ষাগুলোকে দমন করে রাখছে। লালঃ লাল রঙ খুব সহজেই মনোযোগ আকর্ষণ করতে পারে। লাল রঙ গাঢ় উত্তেজনা, তেজ, কর্মশক্তি, ভালবাসা, আকাঙ্ক্ষা, গতি, ক্ষমতা, উত্তাপ, আগ্রাসন, বিপদ, আগুন, ইত্যাদির প্রতীক। লালের ব্যবহার উদ্যমী করে, আগ্রহ তৈরি করে, কর্মে উদ্দীপিত করে।

অনেক সময় লাল রঙের আধিক্য রক্তচাপ, শ্বাসক্রিয়া, নাড়ীর গতি বাড়িয়ে দিয়ে অস্বস্তিকর অনুভূতি তৈরি করে। ভয় এবং উদ্বিগ্নতা থেকে নিরাপত্তার অনুভূতি জাগায়। ধরা যাক, একজন মানুষ লাল পোশাক পরতে ভালবাসেন। এমনটা হতেই পারে তিনি হয়তো অবচেতনভাবে কোন রকম রাগ পুষছেন। লাল রঙ পছন্দকারীরা সাধারণত বহির্মুখী ব্যক্তিত্বের অধিকারী।

এরা শারীরিকভাবে কর্মঠ। আকর্ষণের কেন্দ্রে থাকতে পছন্দ করে, কারণ লাল রঙ খুব মনোযোগ আকর্ষণ করে। উদ্দীপনামূলক কর্মকাণ্ডে অংশ নেয় এবং নিজের করমচাঞ্চল্য অন্যদের মাঝেও ছড়িয়ে দেয়। এরা উচ্চাভিলাষী, প্রতিযোগিতা পছন্দ করে এবং জয়ী হতে চায়। অর্জনের প্রতি প্রবল ঝোঁক রয়েছে।

কোন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান তাদের তীব্র মানসিক কষ্টের কারণ হতে পারে। বিনয়ের কারণে খুব সহজে অন্যের কাছে সম্মানিত হতে পারে। অনুসন্ধানপ্রেমী মানুষের ক্ষেত্রে লাল রঙ পছন্দের বিষয়টি স্বাভাবিক ব্যাপার। এরা উদ্যমী। জীবনের প্রতি তাদের গভীর আসক্তি অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সহায়ক হয়।

অস্থিরতা এদের চরিত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, হুট করে রেগে যাবার আগে তাই অবশ্যই সময় নেয়া উচিত। সবসময় খুব তাড়াহুড়োতে থাকে, সব কিছু এক্ষুনি এই মুহূর্তে করতে চায়। কাজে গড়িমসি করেনা, যা আজ করা যায় তা কালকের জন্যে ফেলে রাখেনা। মারমুখী স্বভাবের হয় এবং খুব সহজে রেগে যায়। কিন্তু রাগ পড়ে গেলে কি হয়েছিল সেটা মনে রাখেনা।

সব কিছু জানে এমন ভঙ্গিতে থাকে। লাল রঙপ্রেমী মানুষ খুব ভাল কর্মী হতে পারেন, কিন্তু ভাল বস হতে পারেন না। আক্রমণাত্মক মানসিকতার কারণে ম্যানেজমেন্ট সেক্টরে উন্নতি করতে পারেনা। কোন কিছু চাওয়ার ক্ষেত্রে দৃঢ়প্রতিজ্ঞ তবে সেটা খুব কম সময়ের জন্যে। একটা কিছু নিয়ে একঘেয়েমি ধরে গেলে এরা পরবর্তী শ্রেষ্ঠ জিনিসের দিকে পা বাড়ায়।

মাত্রাতিরিক্ত অহংবোধ থাকে এবং নিজের মুল্য বাড়াতে মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাসী হতে দেখা যায়। গোলাপিঃ গোলাপি রঙ আবেগ প্রবণতা, ভালোবাসা, সহানুভূতি আর স্বীকৃতির প্রতীক। পুরুষের ক্ষেত্রে গোলাপি পোশাক নির্বাচন মেয়েসুলভ স্বভাব হিসেবে ধরা হয়। উজ্জ্বল গোলাপি রঙ প্রফুল্ল, উত্তেজনাপূর্ণ। লাল রঙের মতোই স্পন্দনশীল গোলাপি সক্রিয়তা তৈরি করতে পারে।

গোলাপি রঙের ব্যবহার প্রসন্নতা আর উদারতা নির্দেশ করে। যেসব নারীরা কঠোর পরিশ্রম করেন, তাদের ক্ষেত্রে গোলাপি রঙের প্রতি আকর্ষণ একটি বিশেষ অর্থ বহন করে। অবচেতনমনে শৈশবের নির্ঝঞ্ঝাট দিনগুলো ফিরে পাওয়ার আকুতি তাদের গোলাপি রঙের প্রতি দুর্বলতা বাড়ায়। গোলাপি রঙ কল্পনাবিলাসী, দরদী, প্রগাঢ়, মনোযোগী এবং মেয়েলি ভাব প্রকাশ করে। এই রঙ সজ্ঞাত, অন্তদৃষ্টিপূর্ণ এবং লালের গভীর আবেগকে নম্র স্নেহময় কর্মশক্তি দিয়ে প্রতিস্থাপন করে।

রঙের মনোবিদ্যায় গোলাপি রঙ আশার রঙ। এটি একটি ইতিবাচক রঙ যা সান্তনাদায়ক অনুভূতি জাগায়, এমন কিছু যে : Everything will be okay. এই রঙ রাগ, বিবাদ, অসন্তোষ, বেপরোয়া মনোভাব দূর করে দুশ্চিন্তা প্রশমনে সহায়ক। গোলাপি রঙের প্রতি অতি আকর্ষণ স্নায়ুকে শান্ত করতে পারে, এবং শারীরিক দুর্বলতাও তৈরি করে। হিংস্র, মারমুখো কয়েদীদের একটি নির্দিষ্ট সময়ের জন্যে গোলাপি দেয়ালের রুমে রেখে সাফল্যের সাথে শান্ত করার নজির রয়েছে। আবার দীর্ঘ সময় ধরে এর প্রয়োগ বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

নিয়মিত গোলাপি রঙের পোশাক পরে এমন কোন বন্ধু থাকলে তার ব্যাপারে একটু যত্নশীল হন, কারণ প্রতিনিয়ত গোলাপি রঙ পছন্দ করা হয়তো তার স্বীকৃতি আর নিঃস্বার্থ ভালবাসার প্রয়োজনীয়তা জানান দিচ্ছে! এই রঙ যারা ভালবাসেন, নিশ্চিন্তে তাদের সাথে থাকতে পারেন। এরা সমাদর চায়, প্রশংসা চায়। এরা কারো অনুগ্রহের পাত্র হতে নারাজ। "ধন্যবাদ" এই কথাটি তাদের জন্যে সবচেয়ে বড় উপহার। গোলাপি রঙের ব্যবহার বুঝিয়ে দিতে পারে" আমি ভাল আছি, আমার চারপাশে সবকিছুই আশাব্যঞ্জক।

" নেতিবাচক অর্থে এই রঙ কর্মশক্তি আর আত্মনির্ভরশীলতার ঘাটতি বোঝায়। গোলাপিপ্রেমী মানুষ সাধারণত ইন্দ্রি়পরায়ণ, নিয়মনিষ্ঠ এবং অনুভূতিপ্রবণ। তবে রঙের অপরিপক্ব বৈশিষ্ট্যের প্রভাবে এরা প্রায়শই বাচালের মত আচরণ করে থাকে। আশাবাদী মনোভাবের কারণে এরা সবার মাঝেই ভাল কিছু না কিছু দেখতে পায়। বয়সের তুলনায় এদেরকে প্রাণোচ্ছল দেখায়।

যদি গোলাপি রঙ ভালবাসেন, তবে আপনাকে আরও একটু বেশি আত্মবিশ্বাসী হতে হবে, নিজেকে ভালবাসতে হবে আগের চেয়ে বেশি, তাহলেই আপনার প্রতি অন্যদের আকর্ষণ আর ভালবাসার সমর্থন বহুগুণে বেড়ে যাবে। পারপেলঃ পার্পেল হল লাল আর নীলের সহাবস্থান। একে কল্পনার রঙ বলা হয়। অতিন্দ্রিবাদী এবং রাজকীয় বৈশিষ্ট্যের জন্যে সৃষ্টিশীল মানুষ এই রঙ পছন্দ করে থাকেন। অবশ্য খামখেয়ালী স্বভাবের কিছু মানুষও নিয়মিত পার্পেল রঙ পছন্দ করতে পারেন।

পার্পেল অধিকাংশ যুবতীর পছন্দের রঙ। সার্বভৌমত্ব, আভিজাত্য, আধ্যাত্মিকতা, আনুষ্ঠানিকতা, পরিবর্তনশীলতা, অনুপ্রেরণা, ঔদ্ধত্য ইত্যাদি এই রঙের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পার্পেল একইসাথে স্বতন্ত্র সৃষ্টিশীলতা এবং বাস্তববোধশূন্য আর অপরিপক্বতার রঙ; মন এবং স্নায়ু শান্ত করে। সৃষ্টিশীল হতে উৎসাহী করে। পার্পেল অথবা বেগুনী রঙ আপনার পছন্দের রঙ হিসেবে আপনি পরদু:খকাতর, নম্র এবং বোধশক্তিসম্পন্ন।

নিজের কথা ভাবার আগে অন্যকে নিয়ে ভাবেন, আপনার চারপাশের মানুষগুলো আপনার কাছে নির্ভয়ে সাহায্যের জন্যে আসেন; আপনি সাহায্য করেন এবং কিছু ধূর্ত লোক এটার সুযোগ নিতে দ্বিধা করেনা। অনুভূতিগুলো গভীর এবং অন্যদের কাছ থেকে বিদ্রূপাত্মক আচরণের ক্ষেত্রে আপনি প্রচণ্ড সংবেদনশীল, যদিও আপনি এটা কখনোই কাওকে বুঝতে দেন না। পার্পেল রঙ পছন্দকারী হিসেবে আপনার স্থিরতার বৈশিষ্ট্য রয়েছে এবং আত্মমর্যাদা রয়েছে। আপনি বহির্মুখী নন, বরং অন্তর্মুখী এবং ক্ষেত্রবিশেষে লাজুক ভাব দেখা যেতে পারে। আপনি সৃষ্টিশীল, পোশাক নির্বাচন, গৃহসজ্জা ইত্যাদির মত বিষয়ে আপনি স্বাতন্ত্র্য বজায় রাখার চেষ্টা করেন, অসাধারণ কিছু করতে ভালবাসেন।

আপনি আদর্শবাদী, প্রায়শই বাস্তববোধশূন্য। কল্পনাসম্ভূত এক পৃথিবীতে আপনি বাস্তবতার কুৎসিত দিকগুলো সম্পূর্ণ বাদ দিয়ে ভবিষ্যতের কল্পনা নিয়ে বসে থাকেন, গোলাপি কাঁচে চারপাশ দেখেন। আপনার চারপাশের মানুষগুলো, যারা আপনাকে বোঝে না, তারা মনে করে আপনি খামখেয়ালী, কেননা অধিকাংশ সময় আপনি আপনার ফ্যান্টাসি ওয়ার্ল্ডে ডুবে থাকেন। নিজের উদ্ভাবনী শক্তি দিয়ে অন্যদের অনুপ্রাণিত করেন। আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী, জীবনের অর্থ নির্ধারণ করে আত্মিক পূর্ণতা খোঁজেন।

খুব কাছের বন্ধু থেকেও আপনি নিজের কিছু ব্যাপার গোপন করতে চান, তাই আপনার কাছের মানুষের কাছেও আপনি কিছুটা অস্পষ্ট। দায়িত্ব নিতে পছন্দ করেন না, দৈনন্দিন খুঁটিনাটি সমস্যা নিরসনে আপনি অপটু। কাওকে অনুকরণ করতে অপছন্দ করেন, আপনাকে কেউ অনুকরণ করছে এটা দেখে আপনি আরও বেশি বিরক্ত হন। আপনি চান ব্যক্তিসাতন্ত্রের জন্যে লোকে আপনাকে আলাদা করে দেখুক। পৃথিবীকে আরও সুন্দর করে তোলার ব্যাপারে ভাবেন।

তবে ভাববিলাসী মনোভাবের জন্যে ক্ষমতাশীল পদগুলো খুব কম পেয়ে থাকেন। সময় আপনার কাছে খুব তুচ্ছ ব্যাপার, আপনি কাজেকর্মে বিলম্বিত; কেননে আপনি বিশ্বাস করেন বিশ্বলোকের প্রবাহ-ই সবকিছু দেখভাল করবে। কমলাঃ কমলা রঙ সামাজিক যোগাযোগ আর আশাবাদের প্রতীক। আন্তরিকতা, ভারসাম্য, স্পন্দনশীলতা, সরলতা, সাজসজ্জার বাহুল্য, ইত্যাদি কমলা রঙের বিশেষ বৃত্তি। এই রঙ অন্য যে কোন রঙের চেয়ে বেশি বিরোধপূর্ণ স্বভাব নির্দেশ করে।

খাঁটি কমলা রঙ সরাসরি প্রতিক্রিয়া ব্যক্ত করতে উদ্দীপিত করে। গাঢ় কমলা রঙ দ্রুত উত্তেজনা ছড়িয়ে দেয়। নেতিবাচক দৃষ্টিকোণ থেকে কমলা হল হতাশা আর অগভীর চিন্তাশক্তির রঙ। প্রভাবঃ ক্ষুধাকে উদ্দীপ্ত করে। সামাজিকীকরণে উৎসাহিত করে।

কমলা রঙ প্রেমীরা সাধারণত প্রাণবন্ত, আশাবাদী, বহির্মুখী স্বভাবের; বন্ধুভাবাপন্ন, অমায়িক। এরা আক্রমণাত্মক নয়, বরং দৃঢ়প্রতিজ্ঞ, লাল রঙ পছন্দকারির তুলনায় কম ঐকান্তিক এবং বেশ হাশিখুশি থাকেন। সোশ্যাল কন্টাক্টে উন্নতি করতে পারেন। পার্টি এবং সব রকমের সোশ্যাল ইভেন্ট উপভোগ করেন এবং এসব জায়গায় নিজ হাতে পরিকল্পনা সাজাতে ভালবাসেন। এরা অনুষ্ঠানের মধ্যমণি হয়ে সবার আকর্ষণ কাড়েন।

অন্যদের সাহায্যের করে আত্মসন্তুষ্টি লাভ করেন এবং নিজেকে জাহির করতে ভালবাসেন। কমলা রঙ পছন্দের রঙ হয়ে থাকলে আপনার সহিষ্ণু মানুষ; যে যেমন আছে তাকে ঠিক তেমনভাবেই বরদাস্ত করতে পারেন। অন্যেরা কি ভাবছে কি ভাবছে না এসব আপনাকে প্রভাবিত করে। কোলাহল আপনার জন্যে অত্যাবশ্যকীয় বিষয়; দীর্ঘ সময় একা থাকলে আপনি হতাশাগ্রস্থ হয়ে পড়েন। সম্পর্কের ক্ষেত্রে আপনি বিশ্বস্ত নাও হতে পারেন।

খেলাধুলার মতো প্রতিযোগিতামূলক বিষয়ে আগ্রহ রয়েছে। আপনি একজন অ্যাডভেঞ্চারার, বাইরের জীবন ভালবাসেন। গৃহস্থালি ব্যাপারে আপনার যাচ্ছেতাই রকমের উদাসীনতা রয়েছে। সাংসারিক বিষয় খুব একটা পছন্দ করেন না, তবে রান্নাবান্নার বিষয়ে আগ্রহী। আপনার সদ্গুণগুলোর মধ্যে ধৈর্য গুণের অস্তিত্ব নেই।

চাপের মুখে আপনি উদ্ধত হতে পারেন। আপনি দ্বিধান্বিত, আত্মবিরোধী, আপনার ব্যক্তিত্ব সম্বন্ধে নির্দিষ্ট করে কিছু বলা কঠিন;ক্ষেত্রবিশেষে আপনি একজন নির্দয় ঠাট্টাবাজ। হলুদঃ হলুদ রঙ উৎফুল্লতা, বিশ্বাসঘাতকতা, আদর্শবাদ, কল্পনাশক্তি, সূর্যালোক, দর্শন, প্রতারণা, ভীরুতা, লালসা, কৌশল ইত্যাদি নির্দেশ করে থাকে। হলুদ রঙ মানসিকভাবে আরও বিশ্লেষণাত্মক এবং সমালোচনামূলক করে তোলার ক্ষমতা রাখে। হলুদ রঙ পছন্দ করে থাকলে আপনি একজন খোশ মেজাজের মানুষ।

নতুন আইডিয়া সৃষ্টি করতে ভালবাসেন এবং সেটা বাস্তবায়নে আপনার অন্যদের সাহায্য প্রয়োজন হয়। নিজের ক্ষেত্রে এবং অন্যদের ক্ষেত্রে আপনি বিশ্লেষণাত্মক; আপনি একজন পারফেকশনিস্ট। আপনি নিয়মনিষ্ঠ, প্রেরণাদায়ক; খুব দ্রুত সিদ্ধান্ত নেন। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে খুব যাচাই-বাছাই করে থাকেন। লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে আপনি দৈহিক শক্তির চেয়ে মনের শক্তিকে বেশি ব্যবহার করেন।

প্রতিকূল অবস্থায় একটি সাহসী মুখোশ ধরে রেখে নিজের আবেগ লুকিয়ে রাখেন। আপনি আধুনিক দৃষ্টিভঙ্গির অধিকারী, স্বতঃস্ফূর্ত, খুব দ্রুত চিন্তা করতে পারেন, খুব দ্রুত সিদ্ধান্ত নেন। সমমনা ব্যক্তিদের সাথে আপনি খুব সহজে কমিউনিকেশন তৈরি করতে পারেন; তবে মতভিন্নতা তৈরি হলে আপনি তেতো কথা বলতে পারেন। টাকা উপার্জন আপনার কাছে সহজ ব্যাপার, কিন্তু আপনি সেটা খুব দ্রুত এবং অবিবেচকের মত খরচ করে ফেলেন। হলুদ রঙ পছন্দ করার কারনে আপনার মাঝে একগুঁয়েমি বৈশিষ্ট্যটি থাকতে পারে, তবে সব রকমের বিদ্বেষপরায়নতা আপনার অপছন্দের বিষয়।

আপনি নিজেকে চালাক এবং সুশিক্ষিত ভাবতে পছন্দ করেন; মাথা খাটানোর খেলা যেমনঃ চেস, কার্ড ইত্যাদিতে আপনি পারদর্শী। আপনি ছিমছাম স্মার্ট পোশাক পরেন যেন অন্যেরা সহজেই প্রভাবিত হয়। নেতিবাচক দিক থেকে আপনি অহংকারী এবং উন্নাসিক। (বাকি সব পরে। ঘুমাই।

)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.