আমাদের কথা খুঁজে নিন

   

মাদারীপুরে ড্যাণ্ডি সেবনে কিশোরের মৃত্যু

ড্যাণ্ডি (ডেনড্রিট নামক জুতার আঠা) দিয়ে নেশা করতে গিয়ে শনিবার রাতে মাদারীপুরের শিবচরে সজীব (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে  শিবচর উপজেলার চরশ্যামাইল গ্রামের মিন্টু বেপারীর ছেলে। এ ব্যাপারে শিবচর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

থানা ও হাসপাতাল সূত্র জানায়, সজীব বেপারী গতকাল রাতে নেশাজাতীয় দ্রব্য হিসেবে ব্যবহৃত ডেনড্রিট সেবন করে অসুস্থ হয়ে পড়ে।

গুরুতর অসুস্থ অবস্থায় তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত সজীব আগে কাঠমিস্ত্রির কাজ করতো। এরপর সে ট্রাকের হেলপার হিসেবে কাজ শুরু করে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান বলেন, অতিরিক্ত নেশার কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে। ময়নাতদন্ত সম্পন্ন হলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.