আমাদের কথা খুঁজে নিন

   

৩৮১ রানে জয়ী অস্ট্রেলিয়া

মিশেল জনসনের বোলিং নৈপুণ্যে ফিরতি অ্যাশেজ সিরিজের উদ্বোধনী ম্যাচে ৩৮১ রানের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের এই ঐতিহাসিক সিরিজে একদিন হাতে রেখেই ১-০ তে এগিয়ে গেল অজিরা।

জয়ের জন্য ৫৬১ রানের লক্ষ্যে দুই উইকেটের বিনিময়ে ২৪ রানে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল সফরকারীরা। কেভিন পিটারসেন ও অধিনায়ক অ্যালিস্টার কুক ব্যাট হাতে প্রতিরোধ গড়েছিলেন। মধ্যাহ্নবিরতির খানিক আগে ব্যক্তিগত ২৬ রানে জনসনের হাতে উইকেট তুলে দেন পিটারসেন।

৬২ রানের ওই জুটি ভাঙলে ম্যাচ বাঁচানোর লড়াইয়ে ইয়ান বেলকে নিয়ে এগোতে থাকেন কুক। পিটার সিডলের বলে পেছনে থাকা ব্রাড হাডিনের তালুবন্দি হন বেল। ব্যক্তিগত ৩২ রানে আউট হওয়ার আগে কুককে নিয়ে ৫৮ রানের জুটি গড়েন তিনি।

কয়েক ওভারের বিরতিতে নিজের টানা দুই ওভারে নাথান লায়ন ঘূর্ণি জাদু দেখান। ডানহাতি এই স্পিনারের কাছে ধরা দেন কুক ও ম্যাট প্রায়র।

কুকের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৬৫ রান, ১৯৫ বলে তিন চারে সাজানো তার ইনিংস।

বাকি চার ব্যাটসম্যানের তিনজন জনসনের সামনে হার মানেন। নিজের ২২তম ওভারের প্রথম বলে জেমস এন্ডারসনকে ফিরতি বলে ক্যাচ নিয়ে সাজঘরে পাঠান এই পেসার। দলের হারের প্রত্যক্ষদর্শী হিসেবে ২৬ রানে অপর প্রান্তে টিকে ছিলেন জো রুট।

উল্লেখ্য, রানের হিসাবে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ব্রিসবেনে অজিদের এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।