আমাদের কথা খুঁজে নিন

   

বাংলালিংক, এয়ারটেল এবং গ্রামীণফোন 3G ফ্রি নেট! (শুধুমাত্র মোবাইলে)

আগেই বলে রাখছি, এই টিপস টি ২জি এবং ৩জি দুটোতেই কাজ করবে। তাই উল্টা পাল্টা চিল্লা-চিল্লি করবেন না। এই পদ্ধতিতে পিসিতেও ব্যবহার করা যায় তবে সেটায় মজা নেই। তাই এবার পিসির টা দিলাম না।
 
আসুন শুরু করি।


প্রথমে মোবাইলের নেটওর্য়্যাক অপশনের কানেক্টশন সেটিং য়ে নিচের মতো করে কনফিগারেশন করে নিন:
 
যেকোনো অপেরা মিনি অফিসিয়াল সংস্করণ দিয়েও হবে। তবে হ্যান্ডেলার সহ  অপেরা মিনি হলে ভালো হয়।
লক্ষ্য করুন: অফিসিয়াল অপেরা দিয়ে প্রথমে 0.facebook.com পদ্ধতিতে ব্রাউজ এবং ডাউনলোড করতে হবে।
আর হ্যান্ডেলার অপেরা মিনিতে প্রথমে proxy type=http এবং proxy=37.228.107.241 করে নিতে হবে।
 
এবার হ্যান্ডেলার সহ অপেরা মিনি টি ডাউনলোড করে নিন:
অপেরা মিনি জাভা:
http://trickbd.com/site_2.xhtml?get-name=opera&get-dr=96
অপেরা মিনি সিম্বিয়ান:
http://hmtsoft.tk/download-77-ae7b8701cc9942f40854/OperaMiniNext%2Bv7.1%2Bs60v3-v5-s%5E3+For+BL+Free+Internet+By+HM+Tamim.sisx
http://hmtsoft.tk/download-77-112168975895e9d77f74/OperaMini%2Bv7.1+S60v2+For+BL+Free+Internet+By+HM+Tamim.sis
অপেরা মিনি এন্ড্রয়েড:
http://trickbd.com/download-1-781c3592d401829f5c5c/Opmin652hui.apk
নতুন কনফিগারেশন টি দিয়ে ওপেরা টি ইন্সটল করুন।


তার পর চালু করুন।
এখানে সেটিং করে নিন:
প্রথমে proxy type=http এবং proxy=37.228.107.241 করে নিতে হবে।
এবার সেভ করে এই স্ক্রিণ বার বার দেখতে না চাইলে Show on Start ঘরে টিক চিহ্ন উঠিয়ে দিন।
আর কিছু লাগবে না!! স্বাভাবিক ভাবে ব্রাউজ শুরু করুন। ডাউনলোড করুন আনলিমিটেড।


সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ৯২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.