আমাদের কথা খুঁজে নিন

   

আনলিমিটেড কলিং: বাংলালিংক কি এডজ সার্ভিস দেয়? গ্রামীল ফোন মোবাইল ইন্টারনেট কি মতিঝিলে বাংলালিংক থেকেও ভাল সার্ভিস দেয়?

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

বাংলালিংকের ইন্টারনেট প‌্যাকেজের আগা মাথা কিছু বুঝলাম না তাদের ওয়েব সাইটের । বিনামূল্যে বিশ্বের যে কোন জায়গায় কথোপকথন,,,মোবাইল ইন্টারনেট ব্যবহার করে উপরের লিংকে মূল পোষ্ট আছে, সেখানে একজন মন্তব্য করেছেন যে বাংলালিংকের মোবাইল ইন্টারনেট স্পিড ভাল(গ্রাহক কম বিধায়) মতিঝিলের কলোনীর বিল্ডিং এ তবে এডজ সাপোর্ট কিনা বুঝতে পারছি না । এর টেরিফ নিয়েই কিছুই বুঝতে পারছি না । সেক্ষেত্রে কি গ্রামীণফোন মোবাইল ইন্টারনেট এর স্পিড ও টেরিফ তুলনায় ভাল নয় কি? আমি মতিঝিল এর কলোনী বিল্ডিং থেকে ব্যবহার বুঝাচ্ছি । আমার আনলিমিটেড টেরিফ এর সমীক্ষা: কারণ এখনকার প্রায় সবাই ই আধুনিক নোকিয়া সেট বা অন্যান্য ফোন ব্যবহার করে যা ফ্রিং সাপোর্ট দেয় ।

ফ্রিং সাপোর্টেড মোবাইল খোজার জন্য http://www.fring.com/download/default_PC.asp দেখুন । তাই ৩০০ কি ৪০০ টাকা ব্যবহার করে আমরা ***আনলিমিটেড ডাটা সার্ভিসএ যুক্ত হতে পারি । এটি এসএমএস ও ভিওআই পি বা ইন্টানেট ফ্রিং টু ফ্রিং ফ্রি কল এর ব্যবস্থঅ দেয় । *** আনলিমিটেড মানে সম্পূর্ণ আনলিমিটেড নয় । >>http://www.fring.com/fring_is/what_is_fring/ অনুযায়ী ভি ও আই পি ১৩৩ কিবাইট মিনিট প্রতি ।

আর ১ গি বাইট 1048576 কি বাইট হয় । তাহলে 7884 মিনিট প্রায় সম্ভব কথা বলা মানে ১৩১ ঘন্টা সুতরাং ১ থেকে ৩ গিগা বাইট থাকলে আমরা মোবইলে কথা বলা সহ ডেস্কটপের কাজও করতে পারব । যেহেতু আমাদের ১৩১ ঘন্টাই যথেষ্ট যা ১ গিগাবাইট এ পাওয়া যাবে । সেহেতু আনলিমিটেডই সাথে তো আর ২ গিগাবাইট এক্সটা নিয়ে রাখলামই কম্পিউটারে টিপাটিপি করার জন্য । (ইয়াহু চ্যাট, ফেইসবুক, ওয়েব ব্রাউজিং ইত্যাদি) যদিও ফ্রিংই ইয়াহু বা চ্যাটের কাজ করবে ।

------ এত গেল আমার সমীক্ষা । এখন মূল সমস্যা হল কোন কোম্পানি ভাল সার্ভিস দেয় মতিঝিলে । বাংলালিংকের ওয়েব সাইটে তো এডজ সাপোর্ট পেলাম না তাহলে কি করতে হবে? টেকি সাহেবরা আর ব্যবহারকারী ব্লগারা একটু বলুন । আর কারউ ফ্রিং এড্রেস থাকলে আওয়াজ দেন, আমি কল দিয়ে দেখি । আসেন আমরা ফ্রিং এ যুক্ত হই ।

এ পর্যন্ত তথ্য পেয়েছি Click This Link ফ্রিং সম্বন্ধে এখানে । তাতে অনেক ব্লগার পেয়েছি ফ্রিং ব্যবহার করে । খািল িপডাইেত ইচ্ছা করে সাইফুর সন্দীপন বসু মুন্না নাফিস ইফতেখার

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.